ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উমর আকমলের আপিল শুনানি শেষ, আদেশের অপেক্ষা

প্রকাশিত: ১১:২০, ১৪ জুলাই ২০২০

উমর আকমলের আপিল শুনানি শেষ, আদেশের অপেক্ষা

অনলাইন ডেস্ক ॥ ৩ বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছেন পাকিস্তানের ক্রিকেট তারকা উমর আকমল। সোমবার তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কার্যালয়ে সেই আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। পিসিবি জানিয়েছে, উভয় পক্ষের শুনানি শেষে আদেশ মুলতবি রেখেছেন দেশটির সুপ্রিম কোর্টের সাবেক বিচারক ফকির মোহাম্মদ খোকর। গত ২৭ এপ্রিল আইসিসির দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের দায়ে পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান উমর আকমলকে ৩ বছর নিষিদ্ধ করেছে পিসিবি। এর আগে গত ২০ মার্চ আকমলের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী দুটি ধারা ভঙ্গের অভিযোগ আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এরপর গত ২০ ফেব্রুয়ারি থেকে তাকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি স্থায়ী মীমাংসা হওয়ার আগ পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি হয়নি পিসিবি। ফকির মোহাম্মদ খোকরকে পিসিবি স্বাধীন বিচারক হিসেবে উল্লেখ করেছে। ২০১৯ সালের ৭ অক্টোবর, শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বশেষ দেশের জার্সিতে খেলেছিলেন ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে ও ৮৪টি টি-টোয়েন্টি খেলা আকমল। তার ভাই কামরান আকমলও দীর্ঘদিন ধরে দলের বাইরে অবস্থান করছে।
×