ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়নদের রুখে দিল বার্নলি, ম্যানসিটির গোল উৎসব

ইপিএলে চেলসিকে লজ্জা দিল শেফিল্ড

প্রকাশিত: ২৩:২১, ১৩ জুলাই ২০২০

ইপিএলে চেলসিকে লজ্জা দিল শেফিল্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপার মীমাংসা হয়ে গেছে ইতোমধ্যেই। ম্যানচেস্টার সিটিকে হতাশায় ডুবিয়ে দীর্ঘ ত্রিশ বছর পর লীগ শিরোপা জয়ের উৎসব করছে এবার লিভারপুল। বাকি থাকা ম্যাচগুলোতে চলছে এখন শীর্ষ চারের লড়াই। সেই লড়াইয়ে শনিবার বিশাল একটা ধাক্কা খেল চেলসি। শেফিল্ড ইউনাইটেডের মাঠে যে এদিন ৩-০ গোলে লজ্জাজনকভাবে হার মানে ব্লুজরা। এর ফলে তাদের শীর্ষ চারে থাকাটাই এখন ঝুঁকির মধ্যে পড়ে গেল। ৩০ বছর পর প্রথম প্রিমিয়ার লীগ জিতে খেই হারিয়ে ফেলা লিভারপুলও এদিন ‘মূল্যহীন’ পয়েন্ট হারিয়েছে। নিজেদের মাঠ এ্যানফিল্ডেই এদিন ১-১ গোলে বার্নলির সঙ্গে ড্র করেছে জার্গেন ক্লপের দল। তবে ম্যানচেস্টার সিটি এদিনও গোলের উৎসব করেছে। পেপ গার্ডিওলার দল এদিন ৫-০ ব্যবধানে রীতিমতো উড়িয়েই দিয়েছে স্বাগতিক ব্রাইটনকে। ইংলিশ প্রিমিয়ার লীগে শনিবার অন্য ম্যাচগুলোতে ওয়েস্টহ্যাম ৪-০ গোলের বড় জয় পেয়েছে নরউইচ সিটির বিপক্ষে। আর তাতেই প্রথম ক্লাব হিসেবে রেলিগেশন নিশ্চিত হয়েছে নরউইচের। এছাড়া ঘরের মাঠে ওয়াটফোর্ড ২-১ ব্যবধানে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে। নিজেদের মাঠ এ্যানফিল্ডে এবার অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল লিভারপুল। লীগে এর আগে সবকটি হোম ম্যাচেই জয়ের দেখা পেয়েছিল তারা। সবমিলিয়ে এ্যানফিল্ডে জিতেছিল টানা ২৪ ম্যাচ। কিন্তু তাদের জয়রথ থামিয়ে দিল বার্নলি। তবে বার্নলি তেমন ভাল যে খেলেছে সেটা বলা যাবে না। বরং লিভারপুলই নিজেদের মাঠে ছড়ি ঘুরিয়েছে। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিলেন বার্নলির গোলরক্ষক নিক পোপ। একের পর এক দুর্দান্ত সেভ করে সফরকারীদের বাঁচিয়েছেন তিনি। বার্নলি এবার খেলছে দারুণ। লীগ শুরুর পর টানা পাঁচ ম্যাচ অপরাজিত তারা। তবে নিজেদের মাঠে প্রথম এগিয়ে গিয়েছিল লিভারপুলই ৩৪ মিনিটে এ্যান্ডি রবার্টসনের গোলে। কিন্তু দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে বার্নলিকে সমতায় ফেরান জে রদ্রিগেজ। শেষ পর্যন্ত আর গোল পাওয়া হয়নি লিভারপুলের। এই ম্যাচে ড্র করায় লীগে এক মৌসুমে নিজেদের মাঠে সবচেয়ে বেশি ১৯ জয়ের রেকর্ডটা তাই হচ্ছে না লিভারপুলের। এক মৌসুমে ১৮ হোম ম্যাচ জয়ের চেলসির রেকর্ডে ভাগ বসানোর সুযোগ রয়েছে সালাহ-মানে-ফিরমিনোদের। লীগে দুই মৌসুম আগে সিটির গড়া ১০০ পয়েন্টের রেকর্ডটাও হাতছানি দিচ্ছে সালাহদের। বার্নলির সঙ্গে ড্র করার পর ৩৫ ম্যাচে তাদের পয়েন্ট ৯৩। সিটিকে ছাড়াতে বাকি ৩ ম্যাচ থেকে দরকার ৮ পয়েন্ট। সে জন্য বাকি তিন ম্যাচে জয় পেতে হচ্ছে ক্লপদের। চলতি মৌসুমে ম্যানসিটির ৩৫ ম্যাচ থেকে সংগ্রহ ৭২ পয়েন্ট। তবে লীগ হারিয়ে ফেললেও নিজেদের পারফর্মেন্সের ধার এখনও উর্ধগতি। তবে হুশ ফিরেছে গত সপ্তাহে সাউদাম্পটনের কাছে ১-০ গোলে হেরে। সাউদাম্পটনের কাছে হারের পর নিউক্যাসলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল সিটিজেনরা। আর শনিবার আবারও পেয়েছে ৫-০ গোলের বড় জয়। এবারের ব্রাইটনকে গুঁড়িয়ে দেয় গার্ডিওলার শিষ্যরা। এই ম্যাচেই হ্যাটট্রিক করেছেন ম্যানসিটির ইংলিশ উইঙ্গার রহিম স্টার্লিং। একটি গোল তার প্রথমার্ধে। ম্যাচ শুরুর ২১ মিনিটেই সফরকারী দলকে এগিয়ে দেন তিনি। বাকি দুটি গোল করেছেন দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৩ এবং ৮১ মিনিটে। প্রথমার্ধের ৪৪ মিনিটে স্টার্লিংয়ের সঙ্গে স্কোরশিটে নাম লেখান ব্রাজিলের স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। আর দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে স্টার্লিংয়ের দুই গোলের সঙ্গে যোগ হয় পর্তুগীজ উইঙ্গার বার্নার্ডো সিলভার গোল। এদিকে চ্যাম্পিয়ন্স লীগে খেলার আশাকে আরও উজ্জ্বল করতে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে জিততে হতো। কিন্তু উল্টো শেফিল্ডের কাছে তিন গোল খেয়ে ধাক্কা খেল ব্লুজরা। ১৭ মিনিটে ম্যাকগোল্ডরিকের প্রথম গোলটা দুর্ভাগ্যের ছোঁয়া ছিল। ডিফ্লেকশন না হলে গোলটা নাও হতে পারত।
×