ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের প্রতি চীনের আপোস বার্তা

প্রকাশিত: ০০:১২, ১২ জুলাই ২০২০

যুক্তরাষ্ট্রের প্রতি চীনের আপোস বার্তা

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিপজ্জনক বৈরিতার পারদ যখন তরতর করে উঠছে, ঠিক তখনই চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ওয়াশিংটনকে লক্ষ্য করে বৃহস্পতিবার যে বিবৃতি দিয়েছেন তা কিছুটা বিস্ময়ের জন্ম দিয়েছে। তিনি বলেছেন, ১৯৭৯ সালে নতুন করে কূটনৈতিক সম্পর্ক শুরুর পর এ দুই দেশের সম্পর্ক এতটা খারাপ এবং বিপজ্জনক আর কখনই হয়নি। তিনি বলেন, ওয়াশিংটনে বর্তমান ট্রাম্প প্রশাসন চীন বিষয়ে যে কৌশল গ্রহণ করেছে তা একগাদা ভ্রান্ত ধারণা ও মিথ্যার ওপর ভিত্তি করে তৈরি। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন ব্যাপারটিকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে, যে কোন চীনা বিনিয়োগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে, বিদেশে যে কোন চীনা ছাত্র একজন গুপ্তচর এবং প্রতিটি সহযোগিতার পেছনে চীনের কোন না কোন দুরভিসন্ধি রয়েছে। তবে সত্যি তা হলো, চীন কখনই বিশ্ব পরিসরে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে এবং যুক্তরাষ্ট্রকে হটিয়ে তার জায়গা নিতে আগ্রহী নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিষয়ে চীনের নীতি একই রকম এবং তা বদলায়নি। তিনি আরও বলেন, চীন চায় বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি যেন সহযোগিতার সম্পর্কের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে। আমি আশা করি, যুক্তরাষ্ট্র ঠা-া মাথায় চীনের বিষয়ে নিরপেক্ষ, বাস্তবমুখী এবং যৌক্তিক নীতি নেবে। -বিবিসি
×