ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বনানীতে সড়ক দুর্ঘটনায় কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত: ২৩:২৩, ১২ জুলাই ২০২০

বনানীতে সড়ক দুর্ঘটনায় কর্মকর্তার মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বনানীতে সেতু ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় একটি বেসরকারী কোম্পানির এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এদিকে দারুস সালাম এলাকার ফুটপাথ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর বনানীতে সেতু ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন দুলাল (৫৫) নামে এক বেসরকারী কোম্পানির এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে স্টোর কিপার পদে চাকরি করতেন। নিহতের গ্রামের বড়ি ঝালকাঠি জেলায়। তিনি রাজধানীর উত্তরা এলাকায় থাকতেন। এদিকে পুলিশ জানায়, ওই এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ঘাতক গাড়ি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের সহকর্মী মোঃ রাকিব হোসেন জানান, তারা সেতু ভবনের ১০ তলায় একটি কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করেন। দুলাল ওই কোম্পানির স্টোর কিপার ছিলেন। তিনি জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সকালে তিনি সেতু ভবনে ঢোকার জন্য ভবনের সামনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, বিকেলে তার লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও গাড়িটি শনাক্ত করতে পারেনি। কোন ধরনের গাড়িতে এই দুর্ঘটনা ঘটেছে, তা কেউ বলতে পারছে না। তবে আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা করছি। এই ঘটনায় মামলা হয়েছে। ফুটপাত থেকে লাশ উদ্ধার ॥ রাজধানীর দারুস সালাম জাহানারাবাদ এলাকার ফুটপাথ থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মরদেহ হয়েছে। শুক্রবার রাতে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। দারুসসালাম থানার উপ পরিদশর্ক (এসআই) মোঃ মোফাজ্জল হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি মৃত ব্যক্তি ভবঘুরে ছিলেন। কারও সঙ্গে কথা বলতেন না। কেউ কিছু খাবার দিলে তাই খেতেন। অসুস্থজনিত কারণেই তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। তদন্ত চলছে।
×