ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চাচ্ছে না যুক্তরাষ্ট্র ॥ ম্যাকেনজি

প্রকাশিত: ২২:০৩, ১১ জুলাই ২০২০

ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চাচ্ছে না যুক্তরাষ্ট্র ॥ ম্যাকেনজি

ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র। পশ্চিম এশিয়ায় নিযুক্ত মার্কিন সেনাবাহিনীর কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেনজি বলেছেন, ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের যে সিদ্ধান্ত মার্কিন প্রশাসন নিয়েছে তাতে সামরিক হামলা অন্তর্ভুক্ত নয়। তিনি লেবাননের একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, মার্কিন সেনাবাহিনী ইরানের সঙ্গে যুদ্ধ করতে চায় না। খবর আলজাজিরা অনলাইনের। জেনারেল ম্যাকেনজি বলেন, ‘ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগ অর্থনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে প্রযোজ্য এবং সামরিক অঙ্গনে এর কোন কার্যকারিতা নেই।’ এর আগে গতমাসেও মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর প্রধান জেনারেল ম্যাকেনজি বলেছিলেন, ইরানে সামরিক হামলা চালানোর কোন পরিকল্পনা তার বাহিনীর নেই।
×