ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

৯৭ স্থাপনায় লার্ভা পাওয়ায় আড়াই লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০০:০৯, ১০ জুলাই ২০২০

৯৭ স্থাপনায় লার্ভা পাওয়ায় আড়াই লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে চিরুনি অভিযান অব্যাহত রেখেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। দ্বিতীয় পর্যায়ের অভিযানের ষষ্ঠ দিনে বৃহস্পতিবার ৯৭টি স্থাপনায় মোট দুই লাখ ৪৯ হাজার তিন শ’ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। এই অভিযানে মোট ১৩ হাজার ১৩৫ বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে মোট ৯৭টিতে এডিশ মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া সাত হাজার ৭৪১টি স্থাপনায় এডিশ মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ সময়ে পৃথক ১৪টি মামলায় মোট দুই লাখ ৪৯ হাজার তিন শ’ টাকা জরিমানা করা হয়। ৪ জুলাই থেকে দশ দিনব্যাপী এই চিরুনি অভিযান শুরু হয়। অভিযানে ছয়দিনে অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত মোট ৭৯ হাজার ৪৪০টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করা হয়। এতে মোট ৫৬৪টিতে এডিশের লার্ভা এবং ৪৮ হাজার ১৩৫টিতে এডিশ মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ ছয়দিনে পৃথক ১০৮টি মামলায় মোট ১৪ লাখ দুই হাজার ৩১০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। চিরুনি অভিযান চলাকালে সম্ভাব্য সব এডিশ মশার প্রজননস্থলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে কীটনাশক ছিটানো হয়েছে। জনসাধারণকে এ বিষয়ে পরবর্তী সময়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
×