ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

তেজগাঁওয়ের শমরিতা হাসপাতালে কোভিড-১৯ চিকিৎসা শুরু

প্রকাশিত: ০০:২৪, ৫ জুলাই ২০২০

তেজগাঁওয়ের শমরিতা হাসপাতালে কোভিড-১৯ চিকিৎসা শুরু

জনকণ্ঠ ডেস্ক ॥ রাজধানীর তেজগাঁওয়ের এমএইচ শমরিতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসা চালু করেছে। শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে শমরিতা হাসপাতাল জানিয়েছে, ২৮ জুন থেকে শুরু হয়েছে এ চিকিৎসাসেবা। খবর বিডিনিউজের। হাসপাতালটিতে ৫০ শয্যার কোভিড-১৯ ইউনিট চালু করা হয়েছে। স্থাপন করা হয়েছে ভেন্টিলেটর ও হাই ফ্লো নেজাল ক্যানোলা, অক্সিজেন ডেলিভারি মেশিনসমৃদ্ধ বিশেষায়িত আইসিইউ এবং আইসোলেশন ওয়ার্ড। আইসিইউতে ২০টি এবং আইসোলেশন ওয়ার্ডে শয্যা রয়েছে ৫০টি। এক ভিডিও বার্তায় শমরিতা হাসপাতালের চেয়ারম্যান আহসানুল ইসলাম টিটু বলেন, শমরিতা হাসপাতাল দেশের মানুষের জন্য কাজ করতে চায়। এজন্যই কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সকল নিয়ম মেনে সম্পূর্ণ উন্নত প্রযুক্তি ব্যবহার করে এমএইচ শমরিতা হাসপাতালে আন্তর্জাতিক মানসম্পন্ন করোনা ইউনিট চালু করতে পেরে আমরা গর্বিত। এই যুদ্ধে নিশ্চয়ই আমরা জয়ী হব। করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার সুব্যবস্থা করতে করোনা ইউনিট চালু করা হয়েছে বলে জানিয়েছেন এমএইচ শমরিতা হাসপাতাল ও মেডিক্যাল কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার ধর। তিনি বলেন, দেশের স্বনামধন্য হৃদরোগ, কিডনি রোগ ও লিভারসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড রয়েছে। তারা আমাদের আইসিইউ ও আইসোলেশন ইউনিট পরিচালনার দায়িত্বে নিয়োজিত। সেই সঙ্গে প্রখ্যাত ভারতীয় ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ রাজেশ মিশ্র চিকিৎসা কার্যক্রমে সর্বক্ষণিক সম্পৃক্ত থাকবেন।
×