ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলনায় পাটকল শ্রমিকদের আন্দোলন স্থগিত

প্রকাশিত: ২১:২১, ১ জুলাই ২০২০

খুলনায় পাটকল শ্রমিকদের আন্দোলন স্থগিত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষা সিবিএ ননসিবিএ সংগ্রাম কমিটির আন্দোলন স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় খুলনা- যশোরের রাষ্ট্রায়ত্ত পাটকলের গেট সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। একইসঙ্গে মঙ্গলবার রাতে শ্রমিকরা কাজে যোগদান করেছে বলে নেতারা জানান। রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষা সিবিএস ননসিবিএ সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক ও প্লাটিনাম জুবিলী জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন জানান, যেহেতু মিল বন্ধের জন্য সরকারের পক্ষ থেকে এখনও কোন নোটিস দেয়া হয়নি। তাই আপাতত আমরণ অনশন কর্মসূচী স্থগিত করা হলো। তিনি বলেন, শ্রমিকরা যথারীতি মিলের কাজে যোগ দেবেন। পরবর্তীতে সার্বিক বিষয় বিচেনা ও পর্যবেক্ষণ করে কর্মসূচী দেয়া হবে। এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী মঙ্গলবার দুপুর ২টা থেকে শ্রমিকরা স্ব স্ব মিলগেটে অবস্থান কর্মসূচী ২৪ ঘণ্টার জন্য অবস্থান কর্মসূচী শুরু করে। আজ বুধবার দুপুর ২টা থেকে পরিবারের সদস্যদের নিয়ে আমরণ অনশন কর্মসূচী পালনের পূর্ব ঘোষণা ছিল। মঙ্গলবার কর্মসূচী চলাকালে প্রশাসনের সঙ্গে নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।
×