ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

দোষীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসি দাবি

প্রকাশিত: ০০:১৪, ১৪ জুন ২০২০

দোষীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসি দাবি

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৩ জুন ॥ ক্যান্সার আক্রান্ত পিতার কন্যা স্কুল ছাত্রী হিরামনি বেগম (১৪)কে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় নবম শ্রেণীর এই স্কুলছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। শুক্রবার সন্ধ্যায় নিহত স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ হত্যাকান্ডের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। বিক্ষুব্ধ এলাকাবাসী এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবি জানায়। পুলিশ এবং স্বজনরা জানান, সকালে নানার বাড়ি থেকে হিরামনি (১৪) সদর উপজেলার পশ্চিম গোপীনাথ নিজ বাড়িতে আসে। গত কয়েকদিন আগে তাকে নানার বাড়ি রেখে ক্যান্সার আক্রান্ত অসুস্থ বাবাকে চিকিৎসার জন্য তার মা ঢাকায় যান। হিরামনির নানি হাজেরা খাতুন জানান, শুক্রবার সকালে বাবাকে হাসপাতালে দেখভাল করতে ঢাকা যাওয়ার জন্য বাড়িতে আসে হিরামনি। কিন্তু এ সময় নিজ ঘরের ভেতরে দুর্বৃত্তরা তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে। আমার নাতিনকে যে নির্যাতন করে হত্যা করেছে। সরকারের উর্ধতন কর্তৃপক্ষের কাছে আমরা তাকে ধর্ষণ ও হত্যাকারীর ফাঁসি দাবি করছি। শনিবার বিকেলে ধর্ষণ ও হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা । যৌথভাবে দু’টি ব্যানারে বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছে পালেহাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তর ছাত্র-ছাত্রী ফোরাম ও অল ইয়ুথ সোসাইটি নামের দু’টি সংগঠন। দালালবাজার-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশের্ এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বিকেলে স্থানীয় পালেরহাট বাজারে এ কর্মসূচী পালন করে। একইদিন দুপুরে পুলিশ সুপার ড. এ.এইচ.এম কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীকে আশ^স্ত করে বলেছেন, কোমলমতি ছাত্রী হত্যার সঙ্গে জড়িত অপরাধী যেই হোক তাকে অবশ্যই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
×