ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে বন্ধ

প্রকাশিত: ০০:০৫, ১৩ জুন ২০২০

বাল্যবিয়ে বন্ধ

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, ১২ জুন ॥ সোনারগাঁয়ে ৫ম শ্রেণী পড়ুয়া রতœা আক্তার (১২) নামের এক শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম। মেয়েটির লেখাপড়ার সকল খরচ বহন করার আশ্বাস দিয়েছেন ইউএনও। শুক্রবার দুপুরে জামপুুর ইউনিয়নের পেচাইন এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম জানান, উপজেলার জামপুর ইউনিয়নের পেচাইন গ্রামের কবির হোসেনের মেয়ে ও পেচাইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী রত্না আক্তারের বিয়ের আয়োজন করে তার পরিবার। এ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিয়ে বন্ধ করা হয় এবং প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দেয়া যাবে না এমন শর্তে মেয়ের বাবার মুচলেকা নেয়া হয়।
×