ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পেনসিলভানিয়ার অডিটর জেনারেল বাংলাদেশী নিনা আহমেদ

প্রকাশিত: ০১:১১, ১২ জুন ২০২০

পেনসিলভানিয়ার অডিটর জেনারেল বাংলাদেশী নিনা আহমেদ

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের অডিটর জেনারেল পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত নিনা আহমেদ। নিনা আহমেদ প্রথম প্রজন্মের কোন বাংলাদেশী বংশোদ্ভূত নারী যিনি রাজ্য পর্যায়ের একটি সম্মানজনক পদে নির্বাচিত হলেন। খবর ওয়েবসাইটের। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইকেল ল্যাম্বের চেয়ে অন্তত ৬০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন নিনা আহমেদ। তাকে ইতোমধ্যেই অভিনন্দন জানিয়েছেন মাইকেল ল্যাম্ব। সবশেষ ভোট গণনায় দেখা যায়,নিনা আহমেদ মোট ভোট পেয়েছেন ৪ লাখ ১ হাজার ৩১৯ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইকেল ল্যাম্ব পেয়েছেন ৩ লাখ ৭৫ হাজার ৭৫৯। তথ্য অনুযায়ী নিনা আহমেদ ২৫ হাজার ৫৭০ ভোটে নির্বাচিত হয়েছেন। গত ২ জুন অনুষ্ঠিত নির্বাচনের সব ভোট গণনার পর নিনা আহমেদকে স্থানীয় সময় বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হবে। নিনা আহমেদ বুধবার রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, এ বিজয় আমেরিকায় চলমান বর্ণবাদ বিরোধী আন্দোলনে জড়িতদের বিজয়। তিনি বলেন, বাংলাদেশী বংশোদ্ভূত একজন নারী হিসেবে আমি গর্বিত।
×