ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জুনের মধ্যে বিল না দিলে গ্যাস ও বিদ্যুতের লাইন কাটা শুরু হবে

প্রকাশিত: ০০:৪১, ১০ জুন ২০২০

জুনের মধ্যে বিল না দিলে গ্যাস ও বিদ্যুতের লাইন কাটা শুরু হবে

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসের সংক্রমণের কারণে গ্যাস ও বিদ্যুত বিলের বিলম্ব মাসুল জুন পর্যন্ত মওকুফ করা হয়েছিল। কিন্তু জুনের মধ্যে বিল না দিলে আবাসিক গ্রাহকদের লাইন কেটে দেয়া হবে। তবে কেউ যদি ১/২ মাসের বিল দেন সেক্ষেত্রে বিবেচনা করবে বিতরণ কোম্পানিগুলো। খবর ওয়েবসাইটের। এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ভাইরাসের সংক্রমণের ঝুঁকি থেকে বাঁচতে আমরা তিন মাসের সুবিধা দিয়েছিলাম। জুন পর্যন্ত এই সময়সীমা দেয়া হয়েছিল। এরপর যদি কেউ বিল না দেয় তাহলে লাইন কেটে দেবে বিতরণ কোম্পানিগুলো। প্রসঙ্গত, গত ২২ মার্চ করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে জুন মাস পর্যন্ত গ্যাসের বিল এবং মে মাস পর্যন্ত বিদ্যুত বিল দেয়ার ক্ষেত্রে বিলম্ব মাসুল নেবে না বলে আদেশ দেয় বিদ্যুত ও জ্বালানি বিভাগ।
×