ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিনিয়র সচিব হলেন আসাদুল ইসলাম

প্রকাশিত: ২৩:৪০, ১০ জুন ২০২০

সিনিয়র সচিব হলেন আসাদুল ইসলাম

বিশেষ প্রতিনিধি ॥ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়ার পাঁচদিনের মাথায় মোঃ আসাদুল ইসলামকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। মঙ্গলবার পরিকল্পনা বিভাগের সচিব আসাদুল ইসলামকে সিনিয়র সচিব করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। সরকারে এখন সিনিয়র সচিবের সংখ্যা হলো ১৩। সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি। গত ৪ জুন তাকে পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়। স্বাস্থ্য সেবা বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পান ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান। জাপায় শূন্যপদে চারজন নিয়োগ স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির শূন্য পদে চারজনকে নিয়োগ দিয়েছেন দলের চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। মঙ্গলবার এক সাংগঠনিক নির্দেশে জাপা চেয়ারম্যান এ চারজনকে নিয়োগ দেন। এর মধ্যে একজন প্রেসিডিয়াম সদস্য, একজন কোষাধ্যক্ষ, একজন যুগ্ম কোষাধ্যক্ষ এবং একজন নির্বাহী সদস্য। প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ক্বারী মোঃ হাবিবুল্লাহ বেলালী (ময়মনসিংহ), কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান আদেলুর রহমান এমপি (নীলফামারী), যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন এ্যাডভোকেট মোঃ আবু তৈয়ব এবং নির্বাহী সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন নজরুল ইসলাম সর্দার (ঢাকা উত্তর)।
×