ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৫ আগস্টের প্রত্যক্ষদর্শী

শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম আর নেই

প্রকাশিত: ২০:৫৬, ৯ জুন ২০২০

শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম আর নেই

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে সাবেক মন্ত্রী আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহর স্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কালরাতের প্রত্যক্ষদর্শী ও গুলিবিদ্ধ, সন্তানহারা শহীদ জননী সাহান আরা বেগম (৭২) হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার রাত সাড়ে এগারোটার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্বামী, ৩ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, নাতি-নাতনি, গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার সকাল সাড়ে আটটায় মরহুমার লাশ নগরীর গোরস্তান সংলগ্ন মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে শহীদ জননী ও মুক্তিযোদ্ধা মরহুমা সাহান আরা বেগমকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রদান করে নগরীর মুসলিম গোরস্তানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানাজায় মরহুমার স্বামী মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ পুত্র বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, এফবিসিসিআইয়ের পরিচালক সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, কেন্দ্রীয় যুবলীগ নেতা মোঃ মিজানুর রহমানসহ আত্মীয় স্বজন, শুভাকাক্সক্ষী, প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগের স্বল্পসংখ্যক নেতাকর্মীসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। মরহুমার জানাজায় অংশগ্রহণের জন্য দলমত নির্বিশেষে অসংখ্য মানুষ যাত্রা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা করোনার সংক্রমণ রোধে জানাজাস্থলের দিকে না যাওয়ার অনুরোধ করেন। এর আগে রাত তিনটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় চত্বরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। সাহান আরা বেগম আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (পূর্ণমন্ত্রী পদমর্যাদা), বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহর স্ত্রী এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মাতা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকের নির্মম বুলেটে শহীদ সুকান্ত আব্দুল্লাহর মা সাহান আরা বেগম ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বরিশাল আওয়ামী লীগের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের একমাত্র আশ্রয়স্থল। প্রধানমন্ত্রীর শোক ॥ তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সোমাবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকা-ের প্রত্যক্ষদর্শী সাহান আরা গত রাত সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
×