ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অক্টোবরে নিরপেক্ষ ভেন্যুতে বসুন্ধরা কিংসের ম্যাচ

প্রকাশিত: ১২:০৪, ৭ জুন ২০২০

অক্টোবরে নিরপেক্ষ ভেন্যুতে বসুন্ধরা কিংসের ম্যাচ

অনলাইন ডেস্ক ॥ করোনাভাইরাসের কারণে সারাবিশ্বের মতো বাংলাদেশেও সবধরনের খেলাধুলা বন্ধ আছে। দুই-তিনটি দেশ খেলা পুনরায় চালু করলেও বাংলাদেশের অবস্থা এখন সুবিধার নয়। এমতাবস্থায় বাতিল হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। তবে স্থগিত হওয়া এএফসি কাপের খেলা শুরু হবে আগামী অক্টোবর থেকে। সেইসঙ্গে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মিশনও শুরু হবে নিরপেক্ষ ভেন্যুতে। জুনের মধ্যেই ভেন্যু চূড়ান্ত করে এএফসি তা জানিয়ে দেবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, 'এএফসির সভায় ক্লাবগুলো একটা বিষয়ে একমত হয়েছে যে, এএফসি কাপের বাকি ম্যাচগুলো হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে বিভিন্ন দেশে গিয়ে খেলা সম্ভব নয়। ম্যাচের সংখ্যা না কমিয়ে এবং ফরম্যাট ঠিক রেখে একটি নিরপেক্ষ ভেন্যুতে খেলা যেতে পারে। বাংলাদেশ থেকে বলা হয়েছে, ভিসা জটিলতা ছাড়াও করোনার কারণে ভারতে যেতে চাচ্ছে না বসুন্ধরা কিংস। সম্ভাব্য ভেন্যু হিসেবে মালয়েশিয়াকে বিবেচনা করা হচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যে এএফসি ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।' এদিকে ঘরোয়া মৌসুম বাতিল হওয়ার পাশাপাশি ক্লাবের সঙ্গে ফুটবলারদের চুক্তির মেয়াদও শেষের দিকে। তাই ফুটবলার নিবন্ধনের জন্য নতুন উইনডো খোলার প্রস্তাব দিয়েছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। এতে ইতিবাচক সাড়াও দিয়েছে এএফসি। বসুন্ধরা কিংসের সভাপতি বলেন, 'আমরা আর্জেন্টিনার বার্কোসকে রেখে দেব। কলিনদ্রেস যদি চুক্তিতে রাজি হয় তাহলে তাকেও রেখে দেব। তবে ভালো বিদেশি পেলে আর্জেন্টিনার দেলমন্তে, তাজিকিস্তানের নাজারভ এবং কিরগিজস্তানের বখতিয়ারকে ছেড়ে দিতে চাই।'
×