ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দিল্লীর বাংলাদেশ মিশনের কফি টেবিল বুক প্রকাশ

প্রকাশিত: ০০:২৫, ৬ জুন ২০২০

দিল্লীর বাংলাদেশ মিশনের কফি টেবিল বুক প্রকাশ

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিল্লীর বাংলাদেশ মিশন কফি টেবিল বুক প্রকাশ করেছে। শুক্রবার দিল্লীর বাংলাদেশ মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‘শাইনিং বাংলাদেশ’ শিরোনামে ৯০ পধষ্ঠার এই টেবিল বুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদ্যাপনের বিষয়টিও প্রাধান্য পেয়েছে। কফি টেবিল বুকে বঙ্গবন্ধুর প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শ্রদ্ধাঞ্জলি নিবেদন নিয়ে বিশেষ ফিচার প্রকাশিত হয়েছে। এতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী এবং বঙ্গবন্ধুর জীবনের ঐতিহাসিক ছবি স্থান পেয়েছে। টেবিল বুকে দিল্লীতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান বাংলাদেশ-ভারতের উষ্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে একটি নিবন্ধ লিখেছেন। টেবিল বুকে দিল্লীতে নিযুক্ত প্রেস মিনস্টার ফরিদ হোসেনের বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানার কবিতা ‘বাবা’র ইংরেজী অনুবাদ সংযুক্ত করা হয়েছে। কফি টেবিল বুকটি ২৬ মার্চ প্রকাশ হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে দেরিতে প্রকাশিত হলো।
×