ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিনা বেতনে ছুটিতে পাঠানো হলো কয়লা খনির ১০৭ কর্মকর্তা কর্মচারীকে

প্রকাশিত: ২০:৫৭, ৩ জুন ২০২০

বিনা বেতনে ছুটিতে পাঠানো হলো কয়লা খনির ১০৭ কর্মকর্তা কর্মচারীকে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ কাজে যোগদানের সরকারী নির্দেশনার পরও বড়পুকুরিয়া কয়লা খনির ১০৭ কর্মকর্তা-কর্মচারীকে যোগদান থেকে বিরত রেখেছে চীনা কোম্পানি। করোনা আতঙ্কের কারণ দেখিয়ে ১৫ জুন পর্যন্ত বিনা বেতনে ছুটিতে পাঠানো হয়েছে তাদের। খনির চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএসসির এক্সএমসির আপত্তির মুখে এমন সিদ্ধান্ত নিয়েছে খনি কর্তৃপক্ষ। রবিবার খনির তৃতীয় পক্ষের ঠিকাদারি প্রতিষ্ঠান ব্লু-স্টারকে দেয়া খনির উপ-মহাব্যবস্থাপক সানা উল্লাহর স্বাক্ষরিত পত্রে জানা যায়, খনির বাইরে অবস্থান করা কর্মকর্তা-কর্মচারীরা আগামী ১৫ জুন পর্যন্ত বিনা বেতনে ছুটিতে থাকবেন। মূলত করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারী ঘোষণা অনুযায়ী গত দুই মাস এসব কর্মকর্তা-কর্মচারী ছুটিতে থেকে বেতন ভাতা পেলেও ১৫ জুন পর্যন্ত ছুটি দেয়া হয়েছে বিনা বেতনে। এতে ক্ষুব্ধ হয়েছেন কাজ নাই মজুরি নাই চুক্তিতে কর্মরত খনির কর্মকর্তা-কর্মচারীরা। এ বিষয়ে জানতে চাইলে খনির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এবিএম কামরুজ্জামান বলেন, তৃতীয় পক্ষের অধীনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা কাজ আছে বেতন আছে, কাজ নাই বেতন নাই চুক্তিতে কাজ করেন। তাই ছুটিতে থাকা অবস্থায় তারা কোন বেতন পাবেন না। তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসির এক্সএমসির পরামর্শে তাদের কাজে যোগদান থেকে বিরত রাখা হয়েছে।
×