ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ স্কুলছাত্র হত

প্রকাশিত: ০০:৩৮, ২৯ মে ২০২০

আড়াইহাজারে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ স্কুলছাত্র হত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারের মেঘনা নদীবেষ্টিত কালাপাহাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে আইয়ুব নবী (১৬) নামে এক স্কুলছাত্র নিহত ও ১০ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুরের খবর পাওয়া গেছে। বুধবার বিকেলে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি এলাকায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। নিহত আইয়ুব নবী ইজারকান্দি এলাকার জালাল উদ্দিনের ছেলে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের সঙ্গে ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার আব্দুল হক গ্রুপের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার বিকেলে ইজারকান্দি এলাকায় জুয়ার আসর বসায় রাসেল ও তার সহযোগীরা। এলাকায় জুয়া খেলতে বাধা দেয় ইজারকান্দি কবরস্থান পাঠাগারের চাকরিজীবী অষ্টম শ্রেণীর ছাত্র আইয়ুব নবী। এ নিয়ে প্রথমে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আইয়ুব নবীর পক্ষ নেয় সাবেক ইউপি মেম্বার আব্দুল হক ও রাসেলের পক্ষ নেয় ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন। এ নিয়ে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এক গ্রুপ আরেক গ্রুপের ওপর ঝাঁপিয়ে পড়ে। চলে দফায় দফায় সংঘর্ষ ও গুলি বিনিময়। সংঘর্ষ চলাকালীন সময়ে আইয়ুব নবীর মাথায় গুলিবিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ইজারকান্দি গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্র আইয়ুব নবী। সিরাজগঞ্জে নিহত তিন স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ থেকে জানান, ঈদের ছুটিতে জেলার শাহজাদপুর উপজেলার পৃথক স্থানে দুদিনে প্রতিপক্ষের হামলায় তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার কৈজুরী ইউনিয়নের গুদিবাড়ি গ্রামে প্রতিপক্ষ দুগ্রুপের সংঘর্ষে উভয় গ্রুপের দুজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। নিহতরা হলেন গুদিবাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে রিপন (২৮) ও প্রতিপক্ষ গ্রুপের আনছার মোলার ছেলে আশরাফুল (১৬)। রবিবার উপজেলার নরিনা ইউনিয়নের কাংলাকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নাজেম উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, গুদিবাড়ি গ্রামের বাহারাম গ্রুপ ও নাজিম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে বিকেলে দুপক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে দুজনের মৃত্যু হয়। অপরদিকে কাংলাকন্দি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে নাজেম উদ্দিনকে মারপিটে ঘটনাস্থলেই সে নিহত হয়। স্বজনরা নিহত বৃদ্ধের লাশ নিয়ে থানায় হাজির হয়। রাজশাহীতে গুলিবিদ্ধ ৫ স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, বাঘা উপজেলার কড়ালি নওশেরা গ্রামের মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার বিকেলের এ ঘটনায় বৃহস্পতিবার থানায় মামলা হয়েছে। ঘটনার পর বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিবিদ্ধ পাঁচজনের মধ্যে তিনজনকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অপর দুজনের নামে আগের একটি মামলা থাকায় তারা চিকিৎসার জন্য কোথাও ভর্তি না হয়ে গা ঢাকা দিয়েছেন। ধারণা করা হচ্ছে তারা আত্মগোপনে থেকে কোথাও চিকিৎসা নিচ্ছেন। রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আহত তিনজনকে এরই মধ্যে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতরা হলেন- বাঘা উপজেলার কড়ালি নওশেরা গ্রামের লালু ম-লের ছেলে উজ্জ্বল (৩২), সালাম ম-লের ছেলে শাকিল (১৭) ও শুকটা ম-লের ছেলে আরিফ (২২)। বাগেরহাটে নিহত এক স্টাফ রিপোর্টার, বাগেরহাট থেকে জানান, মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে বাদশা সরদার(৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যার দিকে মোল্লাহাটে উপজেলার গাংনি রহমত পাড়া এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ও সাবেক ইউপি চেয়ারম্যান জাকির গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন। বোয়ালমারীতে আহত ৫০ সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর থেকে জানান, বোয়ালমারী উপজেলায় পৃথক ৫টি সংঘর্ষে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। এ ঘটনায় গুনবহা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ছিরুসহ ১০ জনকে আটক করেছে থানা পুলিশ। জানা যায়, উপজেলার গুনবহা ইউনিয়নের উমরনগর গ্রামের ১নং ওয়ার্ড ইউপি সদস্য দাউদ মেম্বার ও গুনবহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ছিরুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকালে সিরাজুল ইসলাম ছিরুর সমর্থকরা অতর্কিতভাবে হামলা চালিয়ে দাউদের সমর্থকদের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। বাউফলে যুবলীগ কর্মী নিজস্ব সংবাদদাতা বাউফল থেকে জানান, এমপি ও মেয়য় গ্রুপের মধ্যে সংঘর্ষে তাপস চন্দ্র দাস (৩০) নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছে। আহত হয়েছে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন। এ ঘটনায় মেয়রসহ প্রথম আলোর সাংবাদিক, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। সিরাজদিখানে আহত ১১ স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের পাড়াভোম গ্রামের পাড়াভোম জামে মসজিদের ইমামকে কেন্দ্র করে গ্রামের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে উপজেলার ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । অন্য ঘটনায় শ্রীনগরে অমিত গ্রুপের হামলায় একই পরিবারের ৪ জনসহ মোট ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার কুকুটিয়া এলাকার টুনিয়ামান্দ্রা গ্রামে এই ঘটনা ঘটে। ওই গ্রামের শুকুর বেপারীর পরিবারের ওপর প্রথম হামলা চালায় একই গ্রামের লুৎফর রহমান খানের পুত্র অমিত খান (৩০) ও তার সহযোগীরা। মাদারীপুরে যুবক নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, জুয়া খেলা ও মাদক সেবনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত রাসেল ঘরামী (২৬) নামের এক যুবক বুধবার রাতে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় বুধবার রাতে পুলিশ কামাল ঘরামী নামে একজনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামে। নিহত রাসেল এলাকার দেলোয়ার ঘরামীর ছেলে।
×