ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তৈরি পোশাকশিল্প

বিদেশী গ্রেফতার ডিসকাউন্ট চাইলেই শক্ত অবস্থান ॥ রুবানা

প্রকাশিত: ০০:২৩, ২৯ মে ২০২০

বিদেশী গ্রেফতার ডিসকাউন্ট চাইলেই শক্ত অবস্থান ॥ রুবানা

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাস মহামারীর সুযোগ নিয়ে বিদেশী ক্রেতারা পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ না করে এখন ‘ডিসকাউন্টের’ দাবি তুললে শক্ত অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছেন বিজিএমইএর সভাপতি রুবানা হক। ব্রিটিশ একটি পোশাক ব্র্যান্ডকে এ বিষয়ে চিঠি দেয়ার পর একথা বলেছেন তিনি। খবর বিডিনিউজের। তৈরি পোশাক রফতানিকারকরা বলছেন, ইউরোপ-আমেরিকায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর একে একে ক্রয়াদেশ বাতিল, স্থগিতের পর এখন আগেই হাতে পাওয়া পোশাকেরও মূল্যহ্রাসের দাবি তোলা হচ্ছে। তৈরি পোশাকের ৮০ শতাংশের বেশি কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়, সেখানে ৭০ শতাংশ পর্যন্ত মূল্যহ্রাস চাওয়া হচ্ছে। এই মূল্যহ্রাসের দাবি তোলা অনৈতিক মন্তব্য করে রুবানা হক বৃহস্পতিবার বলেন, ‘হ্যাঁ, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ব্রিটিশ একটি ক্রেতা প্রতিষ্ঠানকে (ইডিব্লউএম) আমরা এ ধরনের একটি চিঠি দিতে বাধ্য হয়েছি। শুধু তাদের নয়, যারাই চুক্তি ভঙ্গ করে এভাবে অনৈতিক ডিসকাউন্টের দাবি করবে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে।’ ব্রিটিশ প্রতিষ্ঠান বিলয়নেয়ার ফিলিপ ডের এডিনবরা উলেন মিল (ইব্লিউএম) গ্রুপকে গত ২১ মে চিঠি পাঠিয়েছে বিজিএমইএ। ২৫ মার্চের আগে যেসব পণ্য রফতানি করা হয়েছে, তার পাওনা পরিশোধের জন্য শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে। এর মধ্যে টাকা না পেলে মামলা করার হুমকিও দেয়া হয়েছে। ‘তারা কী ধরনের রেসপন্স করে সেটা দেখার অপেক্ষায় আছি। তাদের উত্তর পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেব,’ বলেন বিজিএমইএ সভাপতি। বিজিএমইএর হিসাবে, মহামারী শুরুর পর থেকে বাংলাদেশের ১১৫০টি কারখানার তিন দশমিক ১৮ বিলিয়ন ডলারের ক্রয়াদেশ স্থগিত করেছে ক্রেতারা। যেখানে এই খাতে বার্ষিক রফতানির পরিমাণই ৩৩ থেকে ৩৪ বিলিয়ন ডলার।
×