ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

প্রবাসীদের খাদ্য সহায়তা দেয়ার নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: ০০:২৭, ২৮ এপ্রিল ২০২০

প্রবাসীদের খাদ্য সহায়তা দেয়ার নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীর

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাস মহামারীর কারণে উদ্ভূত পরিস্থিতিতে দুর্দশাগ্রস্ত প্রবাসীদের জন্য খাদ্য সহায়তা দেয়ার পাশাপাশি প্রবাসী শ্রমিকরা যেন পরিস্থিতি স্বাভাবিক হলে আগের চাকরিতে টিকে থাকতে পারেন, সেজন্য সব ধরনের কূটনৈতিক তৎপরতা নেয়ার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যের ১১ দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ নির্দেশনা দেন তিনি। খবর বিডিনিউজের। সৌদি আরব, কাতার, কুয়েত, জর্দান, লেবানন, ইরাক, ইরান, লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানের রাষ্ট্রদূত এবং মিশনপ্রধানেরা ওই কনফারেন্সে যোগ দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী শ্রমিকদের কেউ যদি ফেরত আসে, তবে ন্যায্য বেতন ও ভাতা পাওয়ার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে বলেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘আমরা প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা দিব। প্রবাসী বাংলাদেশীদেরও দুর্দশাগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়ানোর অনুরোধ আমি জানাচ্ছি।’ একইসঙ্গে প্রত্যেক প্রবাসীকে করোনাভাইরাস সংক্রমণমুক্ত থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাংলাদেশের সব বৈদেশিক মিশনের কর্মকর্তা-কর্মচারীকে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। ভিডিও কনফারেন্সে অন্যদের মধ্যে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।
×