ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

আজ রাজশাহী বিভাগের ৮ জেলার সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

প্রকাশিত: ২২:১৩, ২৭ এপ্রিল ২০২০

  আজ রাজশাহী  বিভাগের ৮ জেলার সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও  কনফারেন্স

বিশেষ প্রতিনিধি ॥ করোনা ভাইরাস পরিস্থিতিতে সারাদেশের বাস্তব অবস্থা অবগত ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিতে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী বিভাগের আটটি জেলার জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্রবাহিনীসহ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, সোমবার সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহী বিভাগের আটটি জেলার মধ্যে রয়েছে- বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, পাবনা, রাজশাহী সদর ও সিরাজগঞ্জ। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন বেসরকারী টেলিভিশন চ্যানেল প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মতবিনিময় সভাটি সরাসরি সম্প্রচার করবে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর এই মতবিনিময় সভাটি সঞ্চালনা করবেন তার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
×