ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বর্ণপদক নিলামে তুলবেন শূটার আসিফ

প্রকাশিত: ০০:৫৮, ২৬ এপ্রিল ২০২০

স্বর্ণপদক নিলামে তুলবেন শূটার আসিফ

স্পোর্টস রিপোর্টার ॥ করোনার আঘাতে বিশ্ব যখন কাতর, তখন খেলোয়াড়রা তাদের জীবনের শ্রেষ্ঠ অর্জনগুলোকে জনগণের স্বার্থে নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। এরই ধারাবিকতার এক সময় কীর্তিমান শূটার আসিফ হোসেন খান তার সোনার পদক নিলাম তোলার সিদ্ধান্ত নিয়েছেন। ইংল্যান্ডের ম্যানচেস্টারে ২০০২ সালে কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছিলেন আসিফ। এ ইভেন্টে দেশের হয়ে প্রথম এবং আজ পর্যন্ত একমাত্র সোনাজয়ের কীর্তি তার। পদক নিলামে তোলা নিয়ে আসিফের ভাষ্য, ‘হ্যাঁ, পদকটা আমার, কষ্ট আমার, কিন্তু হাসিটা তো দেশের মানুষের। দোয়াটাও তাদের। আমি যে বিমানে চড়ে দেশ-বিদেশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছি, অনুশীলন করেছি, সেটা তো তাদের ট্যাক্সের পয়সায়।’ বর্তমানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপিতে) কোচের দায়িত্বে থাকা সাবেক এই তারকা শূটার নিলামের প্রক্রিয়া সম্পর্কে জানাশোনাদেরও তাকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন।
×