ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নীরবে পালন হলো রানা প্লাজা ধসের ৭ বছর পূর্তি

প্রকাশিত: ০৭:৩৩, ২৫ এপ্রিল ২০২০

 নীরবে পালন হলো রানা প্লাজা ধসের  ৭ বছর পূর্তি

সংবাদদাতা, সাভার, ২৪ এপ্রিল ॥ পৃথিবীর মধ্যে হৃদয় বিদারক ঘটনারগুলোর মধ্যে একটি সাভারের রানা প্লাজা ধসের ৭ বছর পূর্ণ হয়েছে। ২০১৩ সালের ২৪ এপ্রিল সকাল নয়টার একটু আগে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় নিয়মবহির্ভূতভাবে গড়ে তোলা নয়তলা ভবন রানা প্লাজা ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচটি পোশাক কারখানার শ্রমিকসহ নিহত হন ১ হাজার ১৩৬ জন। ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করা হয় ২ হাজার ৪৩৮ শ্রমিককে। এদের অনেকই সারাজীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন। সেনাবাহিনীর নিজস্ব ব্যবস্থাপনায় যাচাই-বাছাইয়ের পর ২৬১ জনকে নিখোঁজ হিসেবে চিহ্নিত করা হয়। পরে অবশ্য ধ্বংসস্তূপ থেকে টোকাইদের মাধ্যমে নিহতদের অনেক হাড়গোড় উদ্ধার হয়। মর্মান্তিক এ ঘটনার পর থেকে প্রতিবছর রানা প্লাজার সামনে শ্রমিক সংগঠন নানা আয়োজনের মধ্যে দিয়ে নিহত শ্রমিকদের স্মরণ করলেও এবার কোন জনসমাগম ছিল না। নীরবে পালন করা হলো রানা প্লাজা ধসের সাত বছর পূর্তি। করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে আনুষ্ঠানিকতা ছাড়াই শুক্রবার সকালে রানা প্লাজার সামনে শহীদ বেদিতে স্থানীয় প্রশাসন এর পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে নিহতদের স্মরণ করা হয়। এছাড়া জনসমাগম ঠেকাতে রানা প্লাজার সামনে সকাল থেকে পৌর এলাকায় রিক্সা, ভ্যান ও মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। নিয়ন্ত্রণ করা হয় সাধারণ মানুষের চলাচলে। এমনকি পৌর এলাকার সব দোকানসহ ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়।
×