ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

গরিব মানুষের সহায়তায় এগিয়ে আসুন ॥ শামীম ওসমান

প্রকাশিত: ১০:৫৪, ২৪ এপ্রিল ২০২০

গরিব মানুষের সহায়তায় এগিয়ে আসুন ॥ শামীম ওসমান

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, আমার নির্বাচনী এলাকা ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ ছাড়াও নারায়ণগঞ্জ শহরের অনেক এলাকায় আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি। এসব এলাকায় আমি, আমার স্ত্রী-সন্তানদের ব্যক্তিগত উদ্যোগে মোট ২৪ হাজার ৫শ’ পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দেয়ার চেষ্টা করেছি। এছাড়াও মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ত্রাণ উপহারও আমার নির্বাচনী এলাকায় সুষ্ঠুভাবে বণ্টন করছি। শামীম ওসমান প্রতিটি পাড়া-মহল্লার অবস্থাসম্পন্ন ব্যক্তিদের দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, কাল থেকেই পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে। এই মুহূর্তে সমাজের প্রতিটি মহল্লার সচ্ছল ব্যক্তিরা যদি তার আশপাশের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান, বিশেষ করে যারা চাইতে পারেন না, হাত পাততে পারছেন না, তাহলে সবাই সুন্দরভাবে জীবন-যাপন করতে পারবে। বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে শামীম ওসমান কথা বলেন। শামীম ওসমান বলেন, করোনাভাইরাসের এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় আছেন মধ্যবিত্ত পরিবারের সদস্যরা। কারণ তারা লজ্জায় চাইতে পারছেন না। আমরা খাদ্যসামগ্রী উপহারের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে মোট ৪০ লাখ টাকা নগদ সহায়তা করার ক্ষুদ্র প্রচেষ্টা করেছি। শামীম ওসমান আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখা স্বাস্থ্য কর্মীদের জন্য, গণমাধ্যকর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে আমরা ৫০০টি পিপিই, ৫ হাজার মাস্ক ও ৫ হাজার স্যানিটাইজার দিয়েছি। ব্যক্তিগত পর্যায়ে করোনা উপসর্গের রোগীদের নমুনা সংগ্রহের জন্য কাজ করা ৪টি বেসরকারী ডায়াগনস্টিক সেন্টারের কর্মীদের জন্য ব্যক্তিগত উদ্যোগে দুটি এ্যাম্বুলেন্স সর্বক্ষণিক সেবার জন্য দেয়া হয়েছে।
×