ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সম্পাদকদের বিরুদ্ধে মামলায় ডিইউজের উদ্বেগ

প্রকাশিত: ০৭:৩৫, ২১ এপ্রিল ২০২০

সম্পাদকদের বিরুদ্ধে মামলায় ডিইউজের উদ্বেগ

জনকণ্ঠ ডেস্ক ॥ চাল চুরির সংবাদ প্রকাশের জেরে সম্পাদক, সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ায় উদ্বেগ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে। সোমবার ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু এক বিবৃতিতে এই মামলাটি প্রত্যাহারের দাবি জানায়। খবর বিডিনিউজের। ত্রাণ বিতরণে অনিয়ম নিয়ে এক সংবাদের জেরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মোমিনুল ইসলাম ভাসানী। ডিইউজের বিবৃতিতে বলা হয়, ‘গণমাধ্যমে খবর প্রকাশের কারণে কোন ধরনের বিভ্রান্তি থাকলে কিংবা কোন মহল ক্ষুব্ধ হলে তা সংশিøষ্ট সংবাদ মাধ্যমে প্রতিবাদ কিংবা ব্যাখ্যা পাঠিয়ে প্রতিকার চাইতে পারে। এটাই প্রচলিত রীতি। ‘কিন্তু তা না করে দু’টি প্রতিষ্ঠিত অনলাইন নিউজ পেপারের সম্পাদকের নামে ডিজিটাল আইনে মামলা দায়ের করার অর্থ হচ্ছে স্বাধীন সাংবাদিকতার ওপরে মনস্তান্তিক চাপ সৃষ্টি করা।’ মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘সংক্ষুব্ধ ব্যক্তিরা প্রতিকার পেতে চাইলে বাংলাদেশ প্রেস কাউন্সিলেও অভিযোগ করতে পারতেন। কিন্ত তা পাশকাটিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে যে মামলা করা হয়েছে, তা হয়রানির শামিল।’ সম্পাদকদের বিরুদ্ধে মামলায় আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ করোনাভাইরাস সঙ্কটের এই সময়ে চাল চুরি নিয়ে সংবাদের জেরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীসহ সম্পাদক, সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র। সোমবার মানবাধিকার সংগঠনটির এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশের পাশাপাশি মামলাটি প্রত্যাহারের দাবি জানানো হয়। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) বিবৃতিতে বলা হয়েছে, ‘সা¤প্রতিক সময়ে সাংবাদিকদের বিরুদ্ধে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা কিংবা শারীরিকভাবে আঘাতসহ নানাভাবে হয়রানির ঘটনা ঘটছে। দুঃখজনকভাবে এসব ঘটনার প্রায় প্রতিটি ক্ষেত্রে ক্ষমতাসীন দলের সঙ্গে সংশিøষ্ট বা এর সমর্থকরা জড়িত।’
×