ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চেন্নাই থেকে ১৬৪ বাংলাদেশীকে ফিরিয়ে আনল ইউএস বাংলা

প্রকাশিত: ০৫:৫৮, ২১ এপ্রিল ২০২০

চেন্নাই থেকে ১৬৪ বাংলাদেশীকে ফিরিয়ে আনল ইউএস বাংলা

স্টাফ রিপোর্টার ॥ ভারতের চেন্নাইয়ে চিকিৎসা নিতে গিয়ে আটকেপড়া বাংলাদেশীদের দেশে ফেরানো শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স সংস্থা। সোমবার বিকেলে ১৬৪ যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট অবতরণ করে। কলকাতা ও চেন্নাইয়ে প্রায় হাজারখানেক বাংলাদেশী নাগরিক বর্তমানে আটকে পড়েছেন। তাদের দেশে ফেরানোর জন্য ভারতের বাংলাদেশ দূতাবাস থেকে উদ্যোগ নেয়া হয়। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ইউএস বাংলাকে দায়িত্ব দেয়া হয়। এ সম্পর্কে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন জনান, চিকিৎসার জন্য ভারতে গিয়ে আটকে পড়া ১৬৪ জনকে চেন্নাই থেকে বিশেষ ফ্লাইটে ঢাকায় আনা হয়েছে। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত চেন্নাই থেকে আরও ৫টি ফ্লাইট এবং মঙ্গলবার ও বৃহস্পতিবার কলকাতা থেকে বিশেষ দুটি ফ্লাইটে সেখানে আটকেপড়া বাংলাদেশীদের ফিরিয়ে আনা হবে। বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে এসব ফ্লাইট পরিচালনা করা হচ্ছে বলে ইউএস-বাংলার পক্ষ থেকে জানানো হয়েছে। বাকিদেরও একই কায়দায় ফেরানো হবে।
×