ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

চার প্রতিষ্ঠানকে জরিমানা ভোক্তা অধিকারের

প্রকাশিত: ০৯:৩৩, ২০ এপ্রিল ২০২০

 চার প্রতিষ্ঠানকে জরিমানা ভোক্তা অধিকারের

স্টাফ রিপোর্টার ॥ বেশি মূল্যে পণ্য বিক্রি ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় রাজধানীর মতিঝিলে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোঃ আবদুল জব্বার মণ্ডল। তিনি জানান, অভিযানে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য অপেক্ষা অধিক মূল্যে হ্যান্ড স্যানিটাইজার, হেক্সিসল এবং হ্যান্ড গ্লাভস বিক্রয় করার অপরাধে আরামবাগের রাস ফর্মাকে ১০ হাজার টাকা, ক্যাশ এ্যান্ড ক্যারি ফার্মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করে প্রতারণা করার অপরাধে এজিবি কলোনির প্রতিদিন ডিপার্টমেন্টাল স্টোরকে ১ হাজার টাকা এবং ছাপা ডিপার্টমেন্টাল স্টোরকে ১ হাজার টাকাসহ ৪ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
×