ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফেসবুকে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার গুজব, আটক ১

প্রকাশিত: ০৯:৩২, ২০ এপ্রিল ২০২০

 ফেসবুকে করোনা  আক্রান্ত হয়ে মারা  যাওয়ার গুজব,  আটক ১

সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর, ১৯ এপ্রিল ॥ জেলার বদরগঞ্জে ফেসবুকে করোনা আক্রান্ত ব্যক্তি মারা যাওয়ার গুজব ছড়ানোর অভিযোগে শফিউল আযম (২২) নামে এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। রবিবার উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ী মিসকিনপাড়া থেকে তাকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। অভিযোগ সূত্রে জানা গেছে, শফিউল তার ফেসবুক আইডি থেকে ‘ব্রেকিং নিউজ: বদরগঞ্জের আউলিয়াগঞ্জে করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তি রংপুর মেডিক্যালে মারা গেছে’ শিরোনামে একটি স্ট্যাটাস পোস্ট করেন। বিষয়টি গোটা উপজেলায় আতঙ্ক সৃষ্টি করে। স্থানীয়রা ওই স্ট্যাটাসের একটি স্ক্রিনশট দিয়ে স্থানীয় থানায় পুলিশে খবর দেয়। পরে বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জামিনুল হক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে নিশ্চিত হন ওই ব্যক্তি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
×