ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ॥ আহত তিন

প্রকাশিত: ০৯:৩৭, ১৮ এপ্রিল ২০২০

 মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ॥  আহত তিন

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৭ এপ্রিল ॥ দেওয়ানগঞ্জ উপজেলায় একটি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রী ও দুই ছেলে গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা তাদের দুটি ঘর পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগী অসহায় পরিবারটি। জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া এলাকার উত্তর মোয়ামারী গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা মহর আলীর স্ত্রী ফিরোজা বেগম ও তার দুই ছেলে ফিরোজ মিয়া ও ফরিদুল স্থানীয় মৌজায় ৫২ শতাংশ খাস জমির মধ্যে ১৫ শতাংশ জমিতে বাড়িঘর করে বসবাস করে আসছেন। ওই ১৫ শতাংশ খাস জমি বন্দোবস্ত পাওয়ার জন্য সরকারের কাছে আবেদনও করেছেন মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী ফিরোজা বেগম। স্থানীয় প্রভাবশালী লাল মিয়া মহুরী ও তার লোকজনরা ওই মুক্তিযোদ্ধা পরিবারকে সেখান থেকে উচ্ছেদের জন্য দীর্ঘদিন ধরে নানাভাবে ওই পরিবারটিকে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় লাল মিয়া মহুরীর নেতৃত্বে একদল লোক বৃহস্পতিবার বিকেলে মুক্তিযোদ্ধার বাড়িতে সন্ত্রাসী হামলা চালায়। তারা মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী ফিরোজা বেগম (৫৫), তার দুই ছেলে ফিরোজ মিয়া (২৫) ও ফরিদুলকে (২২) মারধর করলে তারা গুরুতর আহত হন। এ সময় হামলাকারীরা তাদের দুটি ঘরও পুড়িয়ে দিয়েছে। আহত ফিরোজ ও ফরিদুলকে বৃহস্পতিবার রাতে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী ফিরোজা বেগম জানান, হামলাকারী দলের মূলহোতা লাল মিয়া মহুরী ও তার লোকজনরা আমাদের উচ্ছেদ করার জন্যই এ হামলা চালিয়েছে।
×