ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সিরিয়ার ওপর থেকে অবশ্যই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে

প্রকাশিত: ০৯:১১, ২ এপ্রিল ২০২০

সিরিয়ার ওপর থেকে অবশ্যই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ওপর থেকে এক তরফা নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে তুলে নেয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে চীন। দেশটি বলেছে, করোনাভাইরাসের এই মহামারীর ভেতরে দামেস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নিলে প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা সম্ভব হবে না। খবর ওয়েবসাইটের। সিরিয়া পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ভিডিও টেলিকনফারেন্সে দেয়া বক্তব্যে চীনের নতুন রাষ্ট্রদূত ঝ্যাং জুন সোমবার বলেন, একতরফা নিষেধাজ্ঞার কারণে করোনার মহামারী সিরিয়ার উপরে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে এবং এ ব্যাপারে বেজিং উদ্বিগ্ন। চীনা রাষ্ট্রদূত বলেন, ‘বিশেষ করে সিরিয়া যখন খুব নড়বড়ে অবস্থায় রয়েছে তখন নিষেধাজ্ঞার কবলে থাকা দেশটির করোনা বিরোধী লড়াইয়ের সক্ষমতা প্রশ্নসাপেক্ষ। এ অবস্থায় আমরা সিরিয়ার বেসামরিক এবং নিরীহ জনগণের মারাত্মক ভোগান্তি দূর করার জন্য দামেস্কের ওপর থেকে এক তরফা নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’ সম্প্রতি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বের বিভিন্ন দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন। তার প্রতি সমর্থন দিয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, রাশিয়াসহ যে কয়টি দেশ জাতিসংঘের কাছে নিষেধাজ্ঞা বাতিল করার জন্য চিঠি দিয়েছে তার প্রতি বেজিংয়ের সমর্থন রয়েছে। ঝ্যাং জুন বলেন, বেজিং আশা করে বিশ্বের আট দেশের চিঠি বিবেচনায় নিয়ে জাতিসংঘ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে।
×