ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনার বিরুদ্ধে সোচ্চার ক্রীড়াঙ্গন

প্রকাশিত: ১১:০৩, ১ এপ্রিল ২০২০

করোনার বিরুদ্ধে সোচ্চার ক্রীড়াঙ্গন

গোটা বিশ্ব থমকে দাঁড়িয়েছে। থমকে গেছে নির্মল বিনোদনের মাধ্যম ক্রীড়াঙ্গনও। কারণ একটাই-মরণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাস থেকে রক্ষা পেতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। ক্রীড়াঙ্গনের তারকারাও এর বাইরে নন। বাংলাদেশের ক্রিকেট সুপারস্টার মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান থেকে শুরু করে সবাই এ যজ্ঞে শামিল হয়েছেন। তেমনি বর্তমানে বিশ্ব ফুটবলের সেরা দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি থেকে শুরু করে সবাই সোচ্চার হয়েছেন। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সকলকে একটি ‘দল’ হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ জন্য ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ নামক দাতব্য প্রতিষ্ঠান গড়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। প্রাথমিকভাবে এ প্রতিষ্ঠানটি দেশের অসহায়-দুস্থ মানুষদের বেঁচে থাকার জন্য সহায়তা করবে। আর এ কাজে সাকিবের ফাউন্ডেশন সম্পৃক্ত হয়েছে ‘মিশন সেভ বাংলাদেশ’ নামক আরেকটি প্রতিষ্ঠানের সঙ্গে। এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক ভিডিও বার্তা দিয়েছেন সাকিব। ভিডিওর ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘নিজেদের প্রথম প্রজেক্ট হিসেবে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ সম্পৃক্ত হয়েছে ‘মিশন সেভ বাংলাদেশ’র সঙ্গে। করোনাভাইরাসের মতো একটি মহামারী চলাকালীন সময়ে বাংলাদেশের গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই এই যৌথ উদ্যোগের মূল উদ্দেশ্য।’ বার্তায় সাকিব বলেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি দেশ ও দেশের বাইরে সবাই সুস্থ ও নিরাপদ আছেন। করোনাভাইরাসের কারণে পুরো পৃথিবী একটি বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশও এর বাইরে নয়। আমাদের দেশে অনেক সুবিধাবঞ্চিত মানুষ রয়েছে। এ মুহূর্তে তাদের সাহায্যের খুবই প্রয়োজন। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, আমাদের সকলের একাত্মতা, আমরা যদি একটা দল হিসেবে কাজ করতে পারি-তাহলেই কেবল এই দুর্যোগ থেকে পরিত্রাণ অথবা মুক্তি পেতে পারবো।’ সাকিব ছাড়াও মাশরাফি, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মোসাদ্দেকসহ প্রায় সবাই করোনার লড়াই চালিয়ে যাচ্ছেন; এই দুঃসময়ে গরিব দুখীদের সহায়তা করছেন। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য নিজ দেশের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ কোটি টাকার আর্থিক অনুদান দিচ্ছে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের ত্রাণ তহবিলে ৫১ কোটি টাকা দান করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী, সচিব জয় শাহ ও বোর্ডের বাকি সদস্যরা। দেশের জরুরী পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো ও করোনা সংক্রান্ত গবেষণায় সহায়তা করাই প্রধান উদ্দেশ্য। বর্তমান পরিস্থিতিতে দরিদ্র ও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন ভারতের মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য সাহায্য হিসেবে ৫০ লাখ রুপী দিয়েছেন ভারতীয় ক্রিকেট ঈশ্বর। টেন্ডুলকার ছাড়াও তাঁর সাবেক সতীর্থ, বর্তমানের বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী করোনার বিরুদ্ধে লড়াইয়ে শামিল হয়েছেন। তিনি তাঁর রাজ্য পশ্চিমবঙ্গের সরকারী স্কুলগুলোর দরিদ্র শিশুদের জন্য ৫০ লাখ রুপীর সমপরিমাণ চাল সরবরাহের কথা ঘোষণা দিয়েছেন। এগিয়ে এসেছেন বাংলার তারকা ক্রিকেটার লক্ষ্মী রতন শুক্লাও। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাংসদ লক্ষ্মী তাঁর তিন মাসের বেতন ও পেনশন দান করে দিয়েছেন। এছাড়াও ইরফান পাঠান ও ইউসুফ পাঠান বারোদা পুলিশ ও স্বাস্থ্য দফতরকে চার হাজার মাস্ক দিয়েছেন। ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি পুনের এক এনজিওর মাধ্যমে এক লাখ টাকা দান করেছেন। করোনার থাবায় খেলা বন্ধ থাকায় কোটি কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছে ইউরোপের বড় বড় ক্লাবগুলো। যে কারণে খেলোয়াড় ও স্টাফদের নিয়মিত বেতনও হুমকির মুখে পড়েছে। এমন অবস্থায় অনেক ক্লাব বেতন কম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনা লিওনেল মেসি-লুইস স্যুয়ারেজদের ৩০ শতাংশ বেতন কেটে রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইতালিয়ান পরাশক্তি জুভেন্টাসও এই পথ অবলম্বন করেছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-পাওলো দিবালাদের সঙ্গে আলাপ করে তুরিনের ওল্ডলেডিরা করোনা আক্রান্তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, চার মাসের বেতন নিবেন না রোনাল্ডোরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮৫০ কোটি টাকারও বেশি। এর আগে ব্যক্তিগত তহবিল থেকেও রোনাল্ডো দিয়েছেন ৯ কোটিরও বেশি টাকা। মেসিও সমপরিমাণ টাকা দিয়েছেন। ব্যক্তি খাত থেকে দেয়ার পর এবার রোনাল্ডো-মেসিরা নিজেদের বেতনের টাকা দিয়ে মহৎ দৃষ্টান্ত স্থাপন করছেন।
×