ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টিভিতে মাধ্যমিকের ক্লাস শুরু আজ

প্রকাশিত: ১১:০৪, ২৯ মার্চ ২০২০

টিভিতে মাধ্যমিকের ক্লাস শুরু আজ

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসের কারণে স্কুল বন্ধ থাকায় ক্ষতি পুুষিয়ে নিতে আজ থেকে সংসদ টেলিভিশনে প্রচার করা হচ্ছে মাধ্যমিক স্তরের (ষষ্ঠ থেকে দশম শ্রেণী) শিক্ষার্থীদের শ্রেণী শিক্ষা কার্যক্রম। ‘আমার ঘরে আমার স্কুল’ এই শিরোনামে সকাল ৯টা থেকে শিক্ষা কার্যক্রম প্রচার করা হবে। আগামী ২ এপ্রিল পর্যন্ত চলা ব্যতিক্রমী এ কার্যক্রমের সময়সূচীও প্রকাশ করা হয়েছে। এদিকে এ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) জানিয়েছে, প্রতিটি ক্লাসের পর বাড়ির কাজ দেয়া হবে। স্কুল খোলার পর সেই কাজ দেখে করা হবে মূল্যায়ন। শিক্ষার্থীদের উদ্দেশে অধিদফতর জানিয়েছে, সংসদ বাংলাদেশ টেলিভিশনে পরিচালিত বিষয়ভিত্তিক ক্লাস দেখলেই কাজ শেষ হবে না। টিভিতে প্রচারিত প্রতিটি ক্লাসের পর দেয়া হবে বাড়ির কাজ। প্রতিটি বিষয়ের আলাদা খাতায় সেই বাড়ির কাজ শেষ করতে হবে। যখন স্কুল খোলা হবে তখন শিক্ষকদের বাড়ির কাজের খাতা দেখাতে হবে। বাড়ির কাজের প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধকালীন ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পাঠদানের ধারাবাহিকতা রক্ষার জন্য ‘সংসদ বাংলাদেশ টেলিভিশন’-এ বিষয়ভিত্তিক ক্লাস পরিচালনার সময়সূচী প্রকাশ করা হয়েছে। নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ২৯ তারিখ (আজ) সকাল ৯টা থেকে ‘সংসদ বাংলাদেশ টেলিভিশনে কার্যক্রম শুরু হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাঠদানকারী শিক্ষক ক্লাস শেষে পাঠদানকৃত বিষয়ের ওপর বাড়ির কাজ দেবেন। প্রত্যেকটি বিষয়ের জন্য শিক্ষার্থীরা আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করবে ও স্কুল খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের কাছে তা জমা দেবে। এ বাড়ির কাজের ওপর প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচনা করা হবে। সময়সূচী ॥ করোনাভাইরাসের কারণে ছুটির সময়ে শিক্ষার্থীদের ঘাটতি পূরণে আগামী ২ এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করবে অধিদফতর। তবে ছুটি বাড়লে শ্রেণী কার্যক্রম (ক্লাস) ২ এপ্রিলের পরও চালানো হতে পারে। আজ প্রথম দিন- ষষ্ঠ শ্রেণীর ইংরেজী বিষয়ের কার্যক্রম চলবে সকাল ৯টা ৫ মিনিট থেকে ৯টা ২৫ মিনিট পর্যন্ত। বিজ্ঞান বিষয়ের শ্রেণী কার্যক্রম চলবে সকাল ৯টা ২৫ থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত। সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচায় বিষয়ের শ্রেণী পাঠদান চলবে সকাল ৯টা ৫০ থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত। বিজ্ঞান বিষয়ের শ্রেণী পাঠদান চলবে সকাল ১০টা ১০ থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত। অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের কার্যক্রম সকাল ১০টা ৩৫ মিনিট থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত। ইংরেজী বিষয়ের কার্যক্রম ১০টা ৫৫ থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। নবম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শ্রেণী কার্যক্রম ১১টা ২০ থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত। গণিত বিষয়ের কার্যক্রম সকাল ১১টা ৪০ থেকে দুপুর ১২টা। আগামীকাল সোমবার ॥ ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে শ্রেণী কার্যক্রম চলবে ৯টা ৫ থেকে ৯টা ২৫ মিনিট পর্যন্ত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে শ্রেণী কার্যক্রম চলবে ৯টা ২৫ থেকে ৯টা ৫০ মিনিট পর্যন্ত। সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শ্রেণী কার্যক্রম চলবে সকাল ৯টা ৫০ থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত। বিজ্ঞান বিষয়ের শ্রেণী কার্যক্রম চলবে সকাল ১০টা ১০ থেকে সাড়ে ১০টা পর্যন্ত। অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের শ্রেণী কার্যক্রম চলবে সকাল ১০টা ৩৫ মিনিট থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত। বিজ্ঞান বিষয়ের শ্রেণী কার্যক্রম চলবে ১০টা ৫৫ মিনিট থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের শ্রেণী কার্যক্রম চলবে ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত। ইংরেজী বিষয়ের শ্রেণী কার্যক্রম চলবে সকাল ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত। তৃতীয় দিন ৩১ মার্চ মঙ্গলবার ॥ ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের শ্রেণী কার্যক্রম চলবে সকাল ৯টা ৫ মিনিট থেকে ৯টা ২৫ মিনিট পর্যন্ত। ইংরেজী বিষয়ের শ্রেণী কার্যক্রম চলবে সকাল ৯টা ২৫ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত। সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শ্রেণী কার্যক্রম চলবে ৯টা ৫০ থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত। বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের শ্রেণী কার্যক্রম চলবে ১০টা ১০ থেকে সাড়ে ১০টা পর্যন্ত। অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শ্রেণী কার্যক্রম চলবে ১০টা ৩৫ থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত। ইংরেজী বিষয়ের শ্রেণী কার্যক্রম চলবে ১০টা ৫৫ থেকে সোয়া ১১টা পর্যন্ত। নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের শ্রেণী কার্যক্রম চলবে ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত। রসায়ন বিষয়েরে শ্রেণী কার্যক্রম চলবে ১১টা ৪০ থেকে দুপুর ১২টা পর্যন্ত। ১ এপ্রিল বুধবার ॥ ষষ্ঠ শ্রেণীর ইংরেজী বিষয়ের শ্রেণী কার্যক্রম চলবে সকাল ৯টা ৫ মিনিট থেকে ৯টা ২৫ মিনিট পর্যন্ত। বিজ্ঞান বিষয়ের শ্রেণী কার্যক্রম চলবে সকাল ৯টা ২৫ মিনিট থেকে পৌনে ১০টা পর্যন্ত। সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের কার্যক্রম সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ১০ মিনিট। বিজ্ঞানের কার্যক্রম ১০টা ১০ মিনিট থেকে সাড়ে ১০টা। অষ্টম শ্রেণীর গণিতের কার্যক্রম সকাল ১০টা ৩৫ মিনিট থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত। ইংরেজী বিষয়ের কার্যক্রম সকাল ১০টা ৫৫ থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। নবম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের কার্যক্রম সকাল ১১টা ২০ থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত। গণিতের কার্যক্রম ১১টা ৪০ থেকে দুপুর ১২টা পর্যন্ত। ২ এপ্রিল বৃহস্পতিবার ॥ ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের শ্রেণী কার্যক্রম সকাল ৯টা ৫ থেকে ৯টা ২৫ মিনিট পর্যন্ত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের কার্যক্রম চলবে ৯টা ২৫ থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত। সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের শ্রেণী কার্যক্রম সকাল ৯টা ৫০ থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত। বিজ্ঞান বিষয়ের কার্যক্রম ১০টা ১০ থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত। অষ্টম শ্রেণীর গণিতের কার্যক্রম সকাল ১০টা ৩৫ থেকে ১০টা ৫৫ মিনিট। বিজ্ঞানের কার্যক্রম সকাল ১০টা ৫৫ থেকে ১১টা ১৫ মিনিট। নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের কার্যক্রম সকাল ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত। ইংরেজী বিষয়ের শ্রেণী কার্যক্রম বেলা ১১টা ৪০ থেকে দুপুর ১২টা পর্যন্ত।
×