ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্পেশাল ফ্লাইট সুবিধা চেয়েছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ

প্রকাশিত: ১১:৩৭, ২৬ মার্চ ২০২০

স্পেশাল ফ্লাইট সুবিধা চেয়েছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ

স্টাফ রিপোর্টার ॥ করোনা পরিস্থিতির ভয়াবহতার আশঙ্কায় ঢাকায় থাকা নাগরিকদের সরিয়ে নিতে স্পেশাল ফ্লাইট সুবিধা চেয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশ। সিভিল এ্যাভিয়েশন সেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। জানা গেছে, এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ওই সুবিধা নিশ্চিতে সরকারের সহযোগিতা চান। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেই আশ্বাসও দেয়া হয়েছে। তবে কবে নাগাদ ওই ফ্লাইটটি আসতে পারে এবং তাতে কতজন আমেরিকান ফিরবেন তা তিনি খোলাসা করেননি। করোনা বিষয়ক পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফোকাল পয়েন্ট অতিরিক্ত সচিব ডাঃ খলিলুর রহমানের সঙ্গে জরুরী বৈঠক করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ ৬ দূত। বৈঠকে স্পেশাল ফ্লাইটের বিষয়ে আলোচনা হয়। জানা গেছে, এ সংক্রান্ত বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সজে তেরিঙ্ক জানান, ইউরোপের ৯ নাগরিক তাদের নিজ নিজ দেশে ফিরতে থাই এয়ারওয়েজের ফ্লাইটে বুকিং দিয়েছিলেন। কিন্তু থাই এয়ার জানিয়েছে কোভিড-১৯ এর সংক্রমণ রোধে তারা তাদের সব ফ্লাইট বন্ধ করতে যাচ্ছে। ফলে ওই ইউরোপিয়ানদের গন্তব্যে ফেরাতে দূতাবাসগুলোকে বিকল্প খুঁজতে হচ্ছে। বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইইউ দূতদ্বয় ছাড়াও বৃটেন, জাপান, ইতালি ও নরওয়ের রাষ্ট্রদূত অংশ নেন। সূত্র মতে, বৈঠকে কূটনীতিকদের বলা হয়েছে, করোনার সংক্রমণ রোধে গোটা দেশকে কার্যত লকডাউন করা হয়েছে।
×