ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকারী উদ্যোগে বাড়ি বাড়ি খাদ্য পৌঁছে দেয়া হচ্ছে

জর্দানে অনির্দিষ্টকালের জন্য কার্ফু

প্রকাশিত: ১০:০৫, ২৬ মার্চ ২০২০

জর্দানে অনির্দিষ্টকালের জন্য কার্ফু

জর্দানে করোনাভাইরাস রোধে অনির্দিষ্ট সময়ের জন্য কার্ফু জারি করা হয়েছে এবং যেকোন অবস্থাতে লোকজনের বাড়ির বাইরে বেরনোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সরকার বলেছে, পৌরসভা জনউপযোগ কোম্পানি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো রুটি, পানি, শিশুদের দুধ, ওষুধ ও জ্বালানিসহ প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করবে। কার্ফু শুরু হয়েছে সোমবার রাতে। বিবিসি। বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ জাতির উদ্দেশে এক ভিডিও বার্তায় বিশ্বব্যাপী এ ভাইরাসের লড়াইয়ের চ্যালেঞ্জে তৎপর হওয়ার জন্য জর্দানবাসীদের সামর্থ্যে আস্থা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আজকে আমার ভাই ও বোনরা, আমার পরিবার, আমার জনগণ ও আমার সাহায্যের উৎস প্রত্যেকে এ দেশের একজন সৈনিক এবং নিজ নিজ পদে আসীন। দেশগুলো কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে যেসব কঠোর পদক্ষেপ নিয়েছে সেগুলোর কিছু জর্দানও গ্রহণ করেছে। সারা বিশ্বে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৩০ হাজারের বেশি লোক এবং মারা গেছে ১৪ হাজার ৫শ’ জন। জর্দানীরা সামাজিক মিডিয়ায় লিখেছেন, বাসগুলো পার্শ্ববর্তী কোন এলাকার উদ্দেশে যাচ্ছে। স্থানীয়রা নিরাপদে দাঁড়িয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। রাজধানী আম্মানের বাসিন্দা লুবনা ওয়াদেহ বলেছেন, এটা এ অত্যন্ত সঙ্কট সময়ে এক পরীক্ষা ও ভুল ধারণাও। লুবনা সরবরাহ দ্রব্যাদি নিয়ে বাসস্থানে যেতে বাসের জন্য অপেক্ষা করছেন। তাই বলা যায়, তিনি রুটি ও পানি ক্রয় করতে পেরেছেন। তথ্যমন্ত্রী আমজাদ আদাইলেহ বলেন, ২৫ হাজার টন রুটি সরবরাহ করা হচ্ছে এবং প্রত্যেকের জন্য তা পর্যাপ্ত রয়েছে। শ্রমমন্ত্রী নিদাল রাতেই নেহ এক টেলিভিশন অনুষ্ঠানে বলেন, আম্মানে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৌরসভার যানগুলো দিয়ে পানি ও রুটি সরবরাহ করা হবে এবং লরিতে বোতলজাত পানি সরবরাহ করা হবে। মন্ত্রী বলেন, আমরা এগুলো প্রতিটি বাড়িতে পৌঁছাব এবং ক্রমান্বয়ে আমরা অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যও সরবরাহ করব। খাদ্যদ্রব্য যেমন ডিম, চাল ও সিগারেট সরবরাহ বৃহস্পতিবার শুরু হবে। সরবরাহ মূল্য নেয়া হবে। মন্ত্রী বলেন, লোকজনদের রাস্তায় ঘোরাফেরা রোধের জন্য এ সরবরাহ নিয়ে আমরা সরাসরি বাড়ির দরজায় পৌঁছাব যারা চিকিৎসা সংক্রান্ত সমস্যায় রয়েছেন তাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। কার্ফু দেখা শোনার জন্য প্রধান শহরগুলোতে তল্লাশি পয়েন্টের হাজার হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মুখলেস আল মুফলেহ সোমবার বলেছেন, এমন অনেকে আছেন যারা রোগটির বিপদের ব্যাপকতা সম্পর্কে জানেন না। এবং দৃঢ়তার সঙ্গে আইন লঙ্ঘন করছেন। তিনি বলেন যে, প্রাথমিকভাবে রবিবার তিনদিনের জন্য কার্ফু জারি করার পর ৮শ’র বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিচারের জন্য উপস্থিত করা হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য দু’সপ্তাহ তাদের কারাগারে রাখা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালামেহ হামাদ বলেন, আমাদের এ বিষয়ে ক্ষমাশীল হওয়ার ইচ্ছা নেই। মন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বরেছেন, প্রতিদিন কয়েক ঘণ্টার জন্য কার্ফু প্রত্যাহার করা হলে আতঙ্কগ্রস্ত লোকজন নিয়ন্ত্রণহীন কেনাকাটার জন্য সারিতে দাঁড়াবে। এবং এতে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়বে। বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ গত সপ্তাহে মৌলিক অধিকার বাতিলে সরকারকে অনুমতি দিয়ে একটি ডিক্রি জারি করেন। প্রধানমন্ত্রী ওমর রাজ্জাক বাকস্বাধীনতা বা ব্যক্তিগত সম্পত্তির অধিকার সীমিতভাবে খর্ব করে ডিক্রি কার্যকর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, এ সিদ্ধান্তে রাজনৈতিক অধিকার ছেঁটে ফেলার ওপর হাত দেয়া হবে না। সরকার এর মধ্যেই জর্দানের স্থল ও আকাশসীমা বন্ধ করে দিয়েছেন এবং বিদেশ থেকে আগত লোকদের জন্য ৩০টির বেশি হোটেল কোয়ারেন্টাইন কেন্দ্রে পরিণত করেছে। সরকার সরকারী ও ব্যক্তিগত ব্যবসা ও অফিসগুলো বন্ধ করে দিয়েছে।
×