ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

করোনার প্রভাবে গণহত্যা দিবসের প্রতীকী অনুষ্ঠান

প্রকাশিত: ১১:৩৯, ২৫ মার্চ ২০২০

করোনার প্রভাবে গণহত্যা দিবসের প্রতীকী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ আজ বুধবার ভয়াল পঁচিশে মার্চ। জাতীয় গণহত্যা দিবস। একাত্তরের এই বাঙালী জাতির জীবনে নেমে আসে বিভীষিকাময় রাত। মধ্যরাতে ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালীর ওপর ঝাঁপিয়ে পড়ে পাকবাহিনী। নির্বিচারে নৃশংসভাবে হত্যা করা হয় অগণন মানুষকে। প্রতিবছর কালরাতের সেই সব শহীদদের স্মরণ করা হয় সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে। গত কয়েক বছর ধরে শিল্পের আলোয় গণহত্যার শিকার শহীদদের স্মরণ করেছে শিল্পকলা একাডেমি। লাল যাত্রা নামের শোক শোভাযাত্রা বের করতো নাট্যদল প্রাচ্যনাট। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে প্রদীপ প্রজ্বালনসহ নানা কর্মসূচীর মাধ্যমে স্মরণ করা হতো শহীদদের। বাংলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হতো গণহত্যা দিবসের আলোচনা। তবে এ বছর থাকছে না তেমন আনুষ্ঠানিকতা। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় জনসমাগম এড়াতে স্থগিত করা হয়েছে এসব অনুষ্ঠান। আনুষ্ঠানিকতার পরিবর্তে প্রতীকীভাবে শহীদদের স্মরণে নেয়া হয়েছে কিছু উদ্যোগ। আজ বুধবার রাত নয়টা খেকে ৯টা ১ মিনিট পর্যন্ত ব্ল্যাক আউটের মাধ্যমে প্রতীকীভাবে শহীদদের স্মরণ করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এ বিষয়ে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী জনকণ্ঠকে বলেন, পঁচিশে মার্চের কালরাত্রির শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনে এবারও আলোক প্রজ্বালন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। কিন্তু প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সেই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। তার পরিবর্তে আমরা প্রতীকীভাবে স্মরণ করব গণহত্যা দিবসের শহীদদের। রাত নয়টায় নিভে যাবে শিল্পকলা একাডেমি আঙ্গিনা আলো। এক মিনিটের এই অন্ধকার বা ব্ল্যাক আউটের মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে শহীদদের। প্রতিবছরের মতো এবার গণহত্যা দিবসনির্ভর নির্ধারিত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করছে না বাংলা একাডেমি। এ বিষয়ে একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী জনকণ্ঠকে বলেন, করোনাভাইরাসের কারণে গণহত্যা দিবসের আলোচনা স্থগিত করা হয়েছে। আলোচনাসভার পরিবর্তে বুধবার রাত নয়টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত ব্ল্যাক আউটের মাধ্যমে স্মরণ করা হবে গণহত্যা দিবসের শহীদদের। একইভাবে বৃহস্পতিবার স্বাধীনতা দিবসেও আনুষ্ঠানিকতা বর্জন করেছে বাংলা একাডেমি। আনুষ্ঠানিকতার পরিহার করে স্বাধীনতা দিবসের দিন সকাল সাতটায় একাডেমি আঙ্গিনায় উত্তোলন করা হবে জাতীয় পতাকা। প্রতিবছর কালরাত্রি স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্বালন এবং রাজারবাগ পুলিশ লাইনে স্মরণানুষ্ঠানসহ নানা কর্মসূচী পালন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এবার এ ধরনের আনুষ্ঠানিকতা পালন করা হবে না বলে জনকণ্ঠকে জানান জোট সভাপতি গোলাম কুদ্দুছ। তিনি বলেন কোভিড-১৯ থেকে রক্ষা পেতে হলে প্রথমেই পরিহার করতে হবে জনসমাগম। তাই জনস্বার্থেই এবার আমরা এ ধরনের কর্মসূচী পালন করব না। তার পরিবর্তে সবাইকে নিজ ঘরে থেকেই মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে কালরাত্রি স্মরণ এবং বিশ্বব্যাপী করোনায় নিহতদের আত্মার শান্তি কামনার আহ্বান জানাচ্ছি। একাত্তরের কালরাত্রি স্মরণে প্রতিবছর ২৫ মার্চ বিকেলে লাল যাত্রা নামের শোক শোভাযাত্রা বের করে নাট্যদল প্রাচ্যনাট।
×