ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

টিফিনের টাকা জমিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি

প্রকাশিত: ০৯:২২, ১৫ মার্চ ২০২০

টিফিনের টাকা জমিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টিফিনের টাকা জমিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বসালো উখিয়ার ঐতিহ্যবাহী রুমখা পালং সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। শনিবার সকালে প্রতিকৃতি উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য আশরাফ জাহান কাজল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন। বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী, ওসি মর্জিনা আক্তার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুক্তার আহমদ প্রমুখ। বোয়ালখালীতে আগুনে পুড়ে ৬ দোকান ছাই নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী, ১৪ মার্চ ॥ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা গোলক মুন্সিরহাটে আগুনে পুড়ে গেছে ৬টি দোকান। শুক্রবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কিরীটী রঞ্জন বড়ুয়া। তিনি জানান, অগ্নিকা-ের খবর পেয়ে ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকা-ে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রুবেল হোসেনের গ্রিল ওয়ার্কশপ, ফরিদ আলমের পেঁয়াজের আড়ত, মুনছুর আলমের মুরগি ফার্ম, মোঃ হাসেমের ফুলের দোকান, প্রভাষ শীলের সেলুনের দোকান ও মোঃ ইসমাইলের মুদির দোকান।
×