ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গৃহকত্রী আহত ॥ আটক পাঁচ

প্রকাশিত: ০৯:০৪, ১৫ মার্চ ২০২০

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গৃহকত্রী আহত ॥ আটক পাঁচ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ নগরীর ব্রাহ্মপল্লীতে সংঘবদ্ধ দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন গৃহকত্রী ইয়াসমিন রহমান (৩৫)। রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় ইয়াসমিনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতের এই ঘটনায় স্থানীয় এলাকাবাসী দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করে পুলিশে দিয়েছে। তবে এর আগেই পালিয়ে গেছে আরও ২ জন। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ৯ টার দিকে ছুরি, চাকু ও ক্ষুরসহ দেশীয় অস্ত্র নিয়ে নগরীর ব্রাহ্মপল্লীর গৃহবধূ ইয়াসমিন রহমানের বাসায় হানা দেয় পাঁচ দুর্বৃত্ত। হঠাৎ দেখে ফেলায় দুর্বৃত্তরা ইয়াসমিনের বুকে ছুরিকাঘাত করে বাসার ভেতর ফেলে দেয়। ইয়াসমিনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় দুই দুর্বৃত্তরা। এসময় এলাকাবাসী বাসার ভেতর দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করে পুলিশে দেয়। কোতোয়ালি পুলিশ জানায়, আটক ৩ জন হচ্ছে জামালপুর সদরের আসাদ আলীর পুত্র রিঙ্কু, ফজলুল হকের পুত্র সুজন ও জামাল উদ্দিনের পুত্র কালু মিয়া।এই ঘটনায় পুলিশ রাতে আশিকুজ্জামান ও মাহিম নামে আরও ২ জনকে গ্রেফতার করেছে। কুড়িগ্রামে বিএসএফের হাতে বাংলাদেশী আটক স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশী এক গরু পাচারকারীকে ধরে নিয়ে গেছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর সীমান্তের আন্তর্জাতিক ১০৫৬ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। জানা যায়, আটক গরু পাচারকারী ইসমাইল হোসেন ওরফে কালু (৩২) দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর গ্রামের মৃত বেলাল হোসেনের পুত্র। খেতারচর সীমান্তের ১০৫৬ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের কাছ দিয়ে ১২/১৫ বাংলাদেশী গরু পারাপারকারী ভারত সীমান্ত দিয়ে গরু পারাপার করে আসছিল। এসময় ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা টের পেয়ে তাদের ধাওয়া করে। বিএসএফ ধাওয়া দিলে পাচারকারীরা পালিয়ে আসতে সক্ষম হলেও ইসমাইল বিএসএফের কাছে আটক হয়।
×