ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

করোনার পূর্বাভাস ১৯৮১ সালে প্রকাশিত একটি বইয়ে!

প্রকাশিত: ১১:৫৯, ১২ মার্চ ২০২০

করোনার পূর্বাভাস ১৯৮১ সালে প্রকাশিত একটি বইয়ে!

২০১৯ সালের শেষ থেকে ২০২০ সালের শুরুতে বিশ্বব্যাপী সবচেয়ে আলোচিত নাম করোনাভাইরাস। গত বছরের ডিসেম্বরের শেষদিকে চীনের উহান শহরে প্রথম নজরে আসে পুরোপুরি নতুন এই ভাইরাসটি। সিএনবিসি। কিন্তু আসলেই কি এই ভাইরাস নতুন? এই প্রশ্নের অবতারণা হয়েছে ১৯৮১ সালে প্রকাশিত একটি বইয়ের সূত্র ধরে। ওই বইটিতে ২০২০ সাল ও করোনায় আক্রান্তের লক্ষণ উল্লেখ করে লেখা হুবহু মিলে যাওয়াতে বিষয়টি সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। করোনাভাইরাস ধরনের অসুস্থতার খবর দেয়া ১৯৮১ সালে প্রকাশিত বইটির নাম, দি আইজ অব ডার্কনেস। লিখেছেন আমেরিকান লেখক ডিন কন্টজ। যুক্তরাষ্ট্র পকেট বুক থেকে প্রকাশিত ওই থ্রিলার উপন্যাসটির ৩১২ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, ২০২০ সালের দিকে বিশ্বব্যাপী একটি ভয়াবহ নিউমোনিয়া ধরনের অসুস্থতা ছড়িয়ে পড়বে। সেটি শ্বাসযন্ত্র, শ্বাসনালী সংশ্লিষ্ট টিউবে আক্রমণ করবে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা থাকা সত্ত্বেও। অসুস্থতার চেয়েও সবচেয়ে হতবুদ্ধির বিষয় হবে যতটা আকস্মিক রোগটি আসবে ততটা আকস্মিকই সেটা নির্মূলও হয়ে যাবে। দশ বছর পরে সেটি আবার আক্রমণ করবে। তারপরে চিরতরে নিশ্চিহ্ন হবে। বইটির আরেকটি পৃষ্ঠায় লেখা হয়েছে, তারা ‘উহান-৪০০’ এর কর্মীদের ডাকলেন। কারণ এটা উহান শহরের বাইরে তাদের আরডিএনএ ল্যাবে তৈরি হয়েছে। এটি ৪০০তম মানুষ্য তৈরি উদ্ভিদজ জীবাণুর স্থায়ী অত্যাচার যেটা সেই গবেষণা প্রতিষ্ঠানে তৈরি হয়েছে। পুরনো সেই বইতে লেখা তথ্যের সঙ্গে পুরোপুরি মিলে যায় বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের অবস্থা।
×