ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনায় ব্রিটিশ বাংলাদেশীর মৃত্যু

প্রকাশিত: ১৩:২০, ১০ মার্চ ২০২০

করোনায় ব্রিটিশ বাংলাদেশীর মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ নভেল করোনাভাইরাসে যুক্তরাজ্যে বাংলাদেশী বংশোদ্ভূত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ম্যানচেস্টারে বসবাসরত এই ব্যক্তি সম্প্রতি ইতালি ঘুরে এসেছিলেন, যে দেশটি করোনাভাইরাস সংক্রমণ রোধে হিমশিম খাচ্ছে। খবর বিডিনিউজের। করোনাভাইরাসে যুক্তরাজ্যে রবিবার তৃতীয় যে ব্যক্তির মৃত্যু হয়, তিনি বাংলাদেশী বংশোদ্ভূত এই ব্যক্তি বলে বিবিসি বাংলা জানিয়েছে। ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ান জানিয়েছে, ষাট বছর বয়সী ওই ব্যক্তি নানা ধরনের স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন। তিনি নর্থ ম্যানচেস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। যুক্তরাজ্যের প্রধান চিকিৎসা কর্মকর্তা অধ্যাপক ক্রিস হুইটি গার্ডিয়ানকে বলেন, ‘আমি বেদনার সঙ্গে জানাচ্ছি যে কোভিড-১৯ রোগে আক্রান্তদের মধ্যে তৃতীয় একজনের মৃত্যু হয়েছে। তিনি সম্প্রতি করোনাভাইরাস সংক্রমিত এলাকা ভ্রমণ করে এসেছিলেন। তার স্বাস্থ্যগত নানা জটিলতাও ছিল।’ তার ছেলে বলেন, তার বাবার কোলেস্টরেল, আর্থ্রাইটিস, হৃদরোগ, এ্যাজমা, শ্বাসকষ্টের সমস্যা ছিল। একশ’ভাগ সুস্থ বলা না গেলেও তিনি মোটামুটি ভালই ছিলেন। সংক্রমণ ধরা পড়ার পাঁচ দিনের মধ্যে হাসপাতালে মৃত্যু হয় এই ব্যক্তির। তার ছেলে বলেন, বাংলাদেশ থেকে ১৯৮৯ সালে ইতালি পাড়ি দিয়েছিলেন তার বাবা। ছিলেন মিলানের ৫০ কিলোমিটার দূরে সুইজারল্যান্ড সীমান্তের এক শহরে। চার-পাঁচ বছর আগে যুক্তরাজ্যে আবাস গড়লেও প্রতিবছরই ইতালি যেতেন বেড়াতে।
×