ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে জেএমবির চার জঙ্গী গ্রেফতার ॥ উগ্রবাদী বই উদ্ধার

প্রকাশিত: ০৯:৩৩, ৮ মার্চ ২০২০

না’গঞ্জে জেএমবির চার জঙ্গী গ্রেফতার ॥ উগ্রবাদী বই উদ্ধার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির ৪ সক্রিয় এহসার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। শুক্রবার গভীর রাতে গোপন বৈঠকে মিলিত হলে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে শনিবার দুপুরে র‌্যাব-১১’র ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১’র অধিনায়ক (সিও) লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন- র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ মোঃ আলেপ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মশিউর রহমান। গ্রেফতারকৃতরা হলো- মাশরুর আনোয়ার চৌধুরী ওরফে লোন উলফ্ ওরফে ট্রুথ সিকার (৩১), মোহাম্মদ কাওসার আলম ওরফে ফরহাদ নূর (২৮), আসিফ ইবতিয়াজ মোহাম্মদ রিবাত (২৭) ও হাফেজ মোঃ রাকিবুল ইসলাম (২৫)। সংবাদ সম্মেলনে র‌্যাব-১১’র অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গ্রেফতারকৃত মাশরুর চৌধুরী ২০১৬ সালে কথিত এক বড় ভাইয়ের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবিতে যোগদান করে। মাশরুর চট্টগ্রামে একটি আন্তর্জাতিক হোটেলের পারচেজ ম্যানেজার হিসেবে কর্মরত থাকাকালীন গ্রেফতারকৃত মোহাম্মদ কাওসার আলম ওরফে ফরহাদ নূর, হাফেজ মোঃ রাকিবুল ইসলামসহ আরও ৮-১০ জন যুবককে জেএমবিতে যোগদান করায়। র‌্যাবের হাতে ইতোপূর্বে গ্রেফতারকৃত ইঞ্জিনিয়ার বুলবুল, জহিরুল ইসলাম পলাশ ও মাসুদ গাজীর সঙ্গেও মাশরুর আনোয়ার চৌধুরীর সাংগঠনিক যোগাযোগ ছিল। মাশরুর গত চার মাস আগে পূর্বের চাকরি ছেড়ে ঢাকায় এসে অপর একটি আন্তর্জাতিক হোটেলে পারচেজ ম্যানেজারের পদে যোগদান করে সংগঠনের কার্যক্রমকে ত্বরান্বিত করতে উচ্চ পর্যায়ের কিছু জেএমবি নেতাদের সঙ্গে যোগাযোগ ও গোপন বৈঠকে মিলিত হয়। মাশরুর চৌধুরী সম্প্রতি অনলাইনে টাইম বোমা তৈরির বিভিন্ন কৌশল রপ্ত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা ও ইসলামী শাসন কায়েম করার জন্য ঢাকা ও নারায়ণগঞ্জে তাদের নাশকতা করার পরিকল্পনা ছিল। তিনি আরও জানান, গ্রেফতারকৃত মোহাম্মদ কাওসার আলম ওরফে ফরহাদ নূর ও আসিফ ইবতিয়াজ মোহাম্মদ রিবাত ঘনিষ্ট বন্ধু ছিল। মাশরুর মাধ্যমে তারা দুজনে ২০১৭ সালে জেএমবিতে যোগদান করে। তারা জেএমবির দাওয়াতি শাখার কাজ করে আসছিল। তিনি আরো জানান, হাফেজ রাকিবুল ইসলাম নারায়ণগঞ্জের একটি মাদ্রাসায় শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিল।
×