ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় প্রোটিয়াদের, এনগিদির ক্যারিয়ারসেরা বোলিং

জিরো থেকে হিরো মালান

প্রকাশিত: ১০:৪৭, ৬ মার্চ ২০২০

 জিরো থেকে হিরো মালান

স্পোর্টস রিপোর্টার ॥ শূন্য থেকে শুরু করেছিলেন জ্যানেমান মালান। ওয়ানডে অভিষেকে পার্লে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শূন্য রানেই সাজঘরে ফিরেছিলেন। ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতে প্রথম বলেই এলবিডব্লিউ হয়েছিলেন মিচেল স্টার্কের মোকাবেলায়। কিন্তু ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে পুরো প্রতিশোধ তুলেছেন তিনি অসি বোলারদের বিপক্ষে। ২৩ বছর বয়সী এ ডানহাতি ব্লুমফন্টেইনে ১৩৯ বলে ৭ চার, ৪ ছক্কায় ১২৯ রানের অপরাজিত ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে টানা দ্বিতীয় জয় এনে দিয়েছেন। ফলে ৬ উইকেটের জয়ে ৩ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে প্রোটিয়ারা এক ম্যাচ বাকি থাকতেই। তবে শুরুটা করেছিলেন পেসার লুঙ্গি এনগিদি। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে অস্ট্রেলিয়া আগে ব্যাট করে ২৭১ রানে গুটিয়ে যায় নির্ধারিত ৫০ ওভারে। এনগিদি ৫৮ রানে নেন ৬ উইকেট। জবাবে ৪৮.৩ ওভারে ৪ উইকেটে ২৭৪ রান তুলে জয় পায় দক্ষিণ আফ্রিকা। দুর্দান্ত নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন মালান ও এনগিদি যৌথভাবে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে আগামীকাল পচেফস্ট্রুমে।
×