ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিবিরের হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রলীগের বিক্ষোভ

প্রকাশিত: ১৩:০১, ৩ মার্চ ২০২০

শিবিরের হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রলীগের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগ কর্মীদের ওপর শিবিরের সশস্ত্র হামলা ও খুলনার কয়রা উপজেলার সাধারণ সম্পাদকের ওপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার রাত সাড়ে দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এ বিক্ষোভ কর্মসূচী শুরু হয়। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ইউনিটের প্রায় দুই সহস্রাধিক নেতাকর্মী। মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে লেকচার থিয়েটার ভবন হয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। এ সময় ছাত্রলীগ কর্মীরা একটা দুইটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর; শিবিরের চামড়া, তুলে আমরা; আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না, হৈ হৈ রৈ রৈ, জামায়াত শিবির গেলি কৈ ইত্যাদি স্লোগান দেয়। প্রসঙ্গত, গত রবিবার রাত ৮টার দিকে নোয়াখালী উপজেলার বেগমগঞ্জের ১ নং আমানউল্লাহপুর ইউনিয়নের পলোয়ান বাজারে ছাত্রলীগের ওপর এলোপাতাড়ি গুলি চালায় শিবির ক্যাডাররা। এ ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধ হয়। তাদের হাসপাতালে নেয়া হলে সোমবার গুরুতর আহত অবস্থায় মৃত্যুবরণ করে ছাত্রলীগ কর্মী রাকিব। এদিকে খুলনা জেলা অন্তর্গত কয়রা উপজেলায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক হাদীজ্জামান রাসেল। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে তার মৃত্যু হয়। দুটি ঘটনার তীব্র নিন্দা ও খুনীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায় ছাত্রলীগ।
×