ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে শিক্ষক পুত্র হত্যার বিচার দাবি

প্রকাশিত: ১০:১২, ৩ মার্চ ২০২০

দিনাজপুরে শিক্ষক পুত্র হত্যার বিচার দাবি

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বিরল উপজেলার গোলাম কিবরিয়ার হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিক্ষোভসহ মানববন্ধন করেছে স্থানীয়রা। সোমবার দুপুরে দিনাজপুরের বিরল প্রেসক্লাবের সম্মুখ সড়কে বোর্ড হাট বণিক সমিতির আয়োজনে বিক্ষোভসহ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন স্থানীয়রা। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। এ সময় বক্তব্য রাখেন হামিদুর রহমান, শরিফুল ইসলাম, আব্দুস সবুরসহ অনেকে। ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ শেষে বিক্ষোভকারীরা বিরল উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে। আসামীদের বিষয়ে বিরল থানা পুলিশ জানান, ঘটনার সময় গোলাম কিবরিয়ার সঙ্গে থাকা হালজায় মাহালত পাড়ার দুলাল হোসেনসহ (৩৫) এ পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য, নৃশংসভাবে হত্যার শিকার যুবক গোলাম কিবরিয়া বিরল উপজেলার রানীপুকুর ইউপির শিবপুর গ্রামের আবদুল হান্নান মাস্টারের ছেলে। গত ২৩ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে তিনি একই ইউপির হাড়িপুকুর নামক স্থানে দুর্বৃৃত্তদের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম. আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। গোলাম কিবরিয়া হত্যা ঘটনায় নিহতের বড় ভাই কামরুজ্জামান বাদী হয়ে পর দিন বিরল থানায় ৭ জনকে আসামি করে এবং অজ্ঞাত আরও আসামির নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
×