ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে ইনডাকশন প্রোগ্রাম

প্রকাশিত: ০৯:৩৩, ২ মার্চ ২০২০

 বিএসএমএমইউতে ইনডাকশন  প্রোগ্রাম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া যথাযথ জ্ঞান অর্জনের মাধ্যমে দক্ষ চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলে দরদী মন নিয়ে রোগীদের চিকিৎসা সেবা প্রদানের আহ্বান জানিয়েছেন। রবিবার সকাল ৯টায় বিএসএমএমইউ’র এ ব্লকের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমগ্র দেশের মেডিক্যাল শিক্ষায় উচ্চতর ডিগ্রী অর্জনের অভিপ্রায়ে মার্চ ২০২০ সেশনে ভর্তিকৃত রেসিডেন্সি কোর্সের শিক্ষার্থীদের ইনডাকশন প্রোগ্রামে বরণ ও পরিচিতি অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী গবেষণার প্রতিও গুরুত্ব দিতে হবে। ডাঃ কনক কান্তি বড়ুয়া বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘বাবারা একটু লেখাপড়া শিখ। যতই জিন্দাবাদ, মুর্দাবাদ কর, ঠিকমতো লেখাপড়া না শিখলে কোন লাভ নাই।’ মুজিব শতবর্ষে তোমরা জাতির পিতার এই বাণীকে স্মরণে রেখে নিজেকে গড়ে তুলবে। জাতির পিতার জন্যই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। আমি উপাচার্য হয়েছি। তোমরা এখানে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছ। আমরা চাই, তোমরা লিজেন্ডারি প্রফেসর হবে। স্বপ্ন দেখবে, ভেঙে না পড়ে সামনের দিকে এগিয়ে যাবে। যুক্তরাষ্ট্রে চারটি বিভাগে প্রথম রেসিডেন্সি কোর্স চালু হয়েছিল। আজ তা বিশ্বব্যাপী বিস্তৃত লাভ করেছে। তোমরা নিজেকে বিশ্বমানের চিকিৎসক হিসেবে গড়ে তুলবে সেটা আমি বিশ্বাস করি। -বিজ্ঞপ্তি
×