ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বাধীনতাবিরোধীদের নিয়ে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড কমিটি

নাজিরপুরে আওয়ামী লীগের কমিটি গঠনের প্রতিবাদ

প্রকাশিত: ১২:২৫, ২৪ ফেব্রুয়ারি ২০২০

 নাজিরপুরে আওয়ামী লীগের কমিটি গঠনের প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২৩ ফেব্রুয়ারি ॥ রবিবার বেলা ১১টায় পিরোজপুরের নাজিরপুরে স্বাধীনতাবিরোধী ও জামায়াত-বিএনপির পদধারীদের দিয়ে আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড কমিটি গঠনের প্রতিবাদে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার শেখ আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ খান, জেলা পরিষদের সদস্য তুহিন হালদার তিমির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দ্বিপঙ্কর গোলদার দিপু, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান তুহিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান লিটন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তরিকুল ইসলাম চৌধুরী তাপস প্রমুখ। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, পিরোজপুর-১ আসনের বর্তমান এমপি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমসহ নাজিরপুরের পরীক্ষিত নেতাকর্মীদের মতামতের কোন মূল্যায়ন না করে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি একেএমএ আউয়াল তার অনুসারীদের নিয়ে উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৮১টি ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে বিএনপি-জামায়াতসহ গত বিভিন্ন নির্বাচনে নৌকার বিরোধিতাকারীদের পদ দেয়া হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার শেখ আব্দুল লতিফ তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগে অনুপ্রবেশের বিষয়টি এখন দেশময় আলোচিত-সমালোচিত ঘটনা। রাজাকার ও শান্তি কমিটির সদস্যদের উত্তরসূরিরা এখন তৃণমূল আওয়ামী লীগের নেতৃত্বে। অর্থের বিনিময়ে দলের বিভিন্ন পদ-পদবি কিনেছেন তারা। আর এসব পদবি ব্যবহার করে স্থানীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারী চাকরিতে নিয়োগসহ ব্যবসা, বাণিজ্য, ঠিকাদারিসহ সবকিছু নিজেদের আয়ত্তে নিয়েছেন। এমনকি মাদক ব্যবসায় জড়িত তাদেরই সিন্ডিকেট। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান জানান, স্থানীয় কর্মীদের ভোটে ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। এখানে স্বজনপ্রীতি বা পকেট কমিটি গঠনের কোন সুযোগ নাই। তা ছাড়া প্রতিটি কমিটিতে কমিটি গঠনের জন্য পূর্ব নির্ধারিত ব্যক্তিদের উপস্থিতিতেই এ কমিটি গঠন করা হয়।
×