ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় ম্যাটস শিক্ষার্থী নিহতের বিচার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৮:৫৪, ১৮ ফেব্রুয়ারি ২০২০

  সড়ক দুর্ঘটনায় ম্যাটস শিক্ষার্থী নিহতের বিচার দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৭ ফেব্রুয়ারি ॥ বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্ব¡রে সড়ক দুর্ঘটনায় ম্যাটসের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ এবং ঘাতক বাসের চালক-হেলপারের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রবিবার রাত সাড়ে ১০টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সামনের রাস্তায় সড়ক অবরোধ করে। পরে পুলিশ ও জেলা পরিবহন নেতাদের আশ্বাসে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাত সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নেয়। অবরোধকালে শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টার মধ্যে বাসের চালক এবং হেলপারের গ্রেফতারের দাবি করেন। একইসঙ্গে নিরাপদ সড়কের দাবিও করেন আন্দোলনকারী শিক্ষর্থীরা। জানা গেছে, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু সেতুতে বেড়াতে গিয়ে বাসের চাপায় টাঙ্গাইল ম্যাটসের দুই মেডিক্যাল শিক্ষার্থী নিহত হয়। বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও গ্রামের সাইদুর রহমানের মেয়ে সাদিয়া ইসলাম নদী (২৬) ও লক্ষীপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে মাঈন উদ্দিন হামীম তুর্য্য (২৭)।
×