ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বার্নাব্যুতে হারলেই বরখাস্ত গার্ডিওলা!

প্রকাশিত: ১২:০৩, ১৪ ফেব্রুয়ারি ২০২০

বার্নাব্যুতে হারলেই বরখাস্ত গার্ডিওলা!

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তবে এবার আর শিরোপা ধরে রাখতে পারছে না পেপ গার্ডিওলার শিষ্যরা। কেননা প্রিমিয়ার লীগে এবার উড়ছে লিভারপুল। যে কারণে সিটিজেনদের মূল লক্ষ্য এবার চ্যাম্পিয়ন্স লীগ। তবে সেই পথে ইংলিশ জায়ান্টদের বড় বাধা এখন রিয়াল মাদ্রিদ। শেষ ষোলোর প্রথম লেগে আগামী ২৬ ফেব্রুয়ারি সান্তিয়াগো বার্নাব্যু সফর করবে পেপ গার্ডিওলার দল। সিটিজেনদের জন্য এই ম্যাচটা তাই বেশ গুরুত্বপূর্ণ। ম্যানসিটির কোচ গার্ডিওলা যেন আরও এককাঠি সরেশ। তার ধারণা এই ম্যাচ হারলেই তাকে বরখাস্ত করে দিবে ক্লাব কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে সাবেক বার্সিলোনা ও বেয়ার্ন মিউনিখের সফল এই কোচ বলেন, ‘আমি চ্যাম্পিয়ন্স লীগ জিততে চাই। এই স্বপ্নে আমি বিভোর। আশাকরি রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটা আমি উপভোগ করব। তারপরও দেখা যাক কেমন খেলি। তবে সেই ম্যাচে যদি আমরা তাদের হারাতে না পারি তাহলে চেয়ারম্যান কিংবা স্পোর্টিং ডিরেক্টর এসে বলবে, ‘এটা মোটেও যথেষ্ট নয়। আমরা চ্যাম্পিয়ন্স লীগ চাই-ই। যে কারণেই এবার তোমাকে বরখাস্ত করতে যাচ্ছি।’ তারপর কেমন হবে গার্ডিওলার প্রতিক্রিয়া? কৌতুক করে হলেও যেন সেটাও জানিয়ে দিলেন এই কাতালান কোচ। গার্ডিওলা বলেন, ‘ঠিক আছে। ধন্যবাদ। এই ক্লাবে কাটানো সময়টা খুব আনন্দের ছিল।’ ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা কোচ হিসেবে বিবেচনা করা হয় পেপ গার্ডিওলাকে। তবে তিনি নিজেকে সেরা ভাবতে নারাজ। সম্প্রতি এক সাক্ষাতকারে একথা জানিয়েছেন পেপ। তার সাফল্যের জন্য মহাতারকা ফুটবলারদের যাবতীয় কৃতিত্ব দেয়ার পাশাপাশি ম্যানচেস্টার সিটির এই কোচ অসম্ভব সমীহ দেখিয়েছেন সমসাময়িক অন্য বড় কোচেদের। বলেছেন, অন্যরা তার মতো তারকাসমৃদ্ধ বড় ক্লাব পাননি। সাক্ষাতকারে তিনি জানান, লিওনেল মেসি-রবার্ট লেভানডোস্কি-সার্জিও এ্যাগুয়েরোদের জন্যই কোচের ভূমিকায় তিনি এত সফল। তার কোচিংয়ে বার্সিলোনা চারবার লা লিগা জেতার পাশাপাশি দুইবার চ্যাম্পিয়ন্স লীগের ট্রফি ধরেছে। বেয়ার্ন মিউনিখকে টানা তিনবার বুন্দেসলিগা দিয়েছেন পেপ। ম্যানচেস্টার সিটি তার সময় টানা দুইবার ইংলিশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন। ইংল্যান্ডের ক্লাবে তার ঝুলিতে রয়েছে আরও সাতটি ট্রফি। এতকিছুর পরও সমালোচকরা তাকে কটাক্ষ করতে ছাড়েননি। কারও কথায় তিনি নিছক ‘চেক-বুক ম্যানেজার’। বিশ্বসেরা ক্লাবের আর্থিক সমৃদ্ধির সুবিধা নিয়ে সেরাদের নিয়ে দল সাজিয়ে সাফল্য পেয়েছেন। আশ্চর্যের ব্যাপার স্বয়ং পেপের কথাতেও সমালোচকদের সমর্থনের সুর। সাক্ষাতকারে তিনি বলেন, ‘কখনও নিজেকে সেরা কোচ মনে করিনি। এমনকি একবার টানা ছ’টি ট্রফি জয়ের পরে বা ত্রিমুকুট জিতেও নয়। বড় ক্লাবে কোচিং করানোর সময় অবিশ্বাস্য প্রতিভাবান ফুটবলারদের পেয়েছি। ভাল করেই জানি, অবিশ্বাস্য ফুটবল বুদ্ধি রয়েছে এমন কোচেরাও আমার মতো দল পাননি। পাননি বড় ক্লাব। সেদিক থেকে আমি ভাগ্যবান।’ নিজেকে ভাল কোচ বললেও সেরা মানেন না। পেপের মন্তব্য, ‘হতে পারে আমি একজন ভাল কোচ। কিন্তু কখনও সেরা ছিলাম না, এখনও নই।’
×