ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ ফিরবেন রাহী এবাদত ও রুবেল

ফিরেছেন মুমিনুলসহ ১১ জন

প্রকাশিত: ১২:১০, ১২ ফেব্রুয়ারি ২০২০

ফিরেছেন মুমিনুলসহ ১১ জন

স্পোর্টস রিপোর্টার ॥ রাওয়ালপিন্ডি টেস্ট শেষ হওয়ার কথা মঙ্গলবার। এ কারণে পাকিস্তান থেকে বাংলাদেশ টেস্ট দলের ফেরার নির্ধারিত সময় ছিল বুধবার। কিন্তু সোমবার ম্যাচের চতুর্থদিন সকালেই ইনিংস ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। সে কারণে আর বিলম্ব করেননি ক্রিকেটাররা। সোমবার রাতেই অধিকাংশ ক্রিকেটার দেশে ফিরে আসেন। আর মঙ্গলবার বিকেলে ১১ জন ক্রিকেটার পৌঁছেছেন দেশে। নির্বাচক হাবিবুল বাশার সুমনের সঙ্গে দেশে ফিরে এসেছেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, লিটন দাস, সৌম্য সরকার, মুমিনুল হক, সাইফ হাসান, মোহাম্মদ মিঠুন, আল-আমিন, নাজমুল হোসেন শান্ত ও নাঈম হাসান। নির্বাচক হাবিবুল বাশারও এসেছেন একই সঙ্গে। মঙ্গলবার রাতেই পূর্ব নির্ধারিত ফ্লাইটে আরও ৩ জন পাকিস্তান ছেড়েছেন। সেই ফ্লাইটে আজ বিকেলে রুবেল হোসেন, এবাদত হোসেন ও আবু জায়েদ রাহী বাকি কোচিং স্টাফদের সঙ্গে দেশের মাটিতে পা রাখবেন। রাওয়ালপিন্ডি টেস্ট শেষ হওয়ার কথা মঙ্গলবার। এদিনই টেস্টের পঞ্চম ও শেষদিন। এ কারণে মঙ্গলবার রাতে পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে আসার ফ্লাইট পূর্ব নির্ধারিত ছিল। কিন্তু ব্যাটে-বলে চরমভাবে ব্যর্থ হয় বাংলাদেশ দল। মুমিনুল হকের নেতৃত্বে বাংলাদেশ চতুর্থদিন সকালেই ইনিংস ও ৪৪ রানের ব্যবধানে লজ্জার পরাজয়বরণ করে নেয়। তাই আর বিলম্ব করেননি অধিকাংশ ক্রিকেটারই। সোমবার রাতের ফ্লাইটেই দেশের উদ্দেশে রওনা হয়ে যান দলের নির্বাচক হাবিবুল ও অধিনায়ক মুমিনুলসহ ১১ ক্রিকেটার, মঙ্গলবার বিকেলে দেশে পৌঁছেন তারা। আর মঙ্গলবার রাতে ফিরতি ফ্লাইট ধরেছেন আরও ৩ জন। যদিও প্রাথমিকভাবে মঙ্গলবার রাতের ফ্লাইটে পাকিস্তান ছাড়ার কথা ছিল পুরো দলের। আর আজ পৌঁছার কথা ছিল। কিন্তু একদিন আগেই বিশেষ করে সকালেই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশ দলের অধিকাংশ খেলোয়াড়ই আর পাকিস্তানে থাকেননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্রে জানা গেছে রুবেল, এবাদত ও রাহীই শুধু সেই পূর্বনির্ধারিত ফ্লাইটে দেশে ফিরবেন আজ। তাদের সঙ্গে থাকবেন বাকি কোচিং স্টাফরা।
×