ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বড়রা না পারলেও করে দেখাল ছোটরা

প্রকাশিত: ১২:০৫, ১১ ফেব্রুয়ারি ২০২০

বড়রা না পারলেও করে দেখাল ছোটরা

স্পোর্টস রিপোর্টার ॥ ঐতিহাসিক। অনবদ্য। অবর্ণনীয়। এই বাংলাদেশকে নিয়ে লিখতে গেলে বিশেষণ কম পড়বে। বড়রা যে কাজ এতদিন করে দেখাতে পারেনি, ছোটরা প্রথমবার ফাইনালে উঠেই সেই কাজ করে দেখাল। ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়ে অনুধ-১৯ বিশ্বকাপ জিতে নিল বাংলাদেশ। মাঝে কিছুক্ষণের জন্য বৃষ্টির কারণে খেলা থেমেছিল। ফের শুরু হতেই বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা আরও কমে যায়। সেই রান তুলতে কোন অসুবিধা হয়নি। খেলার জন্য সকাল থেকেই রাস্তা-ঘাট ছিল আশ্চর্য রকমের সুনসান। যা সচরাচর বড়দের খেলায় হয়। কিন্তু ছোটদের খেলা ঘিরেও যে এরকম উৎসাহ থাকতে পারে সেটা এদিন না দেখলে বোঝা যেত না। বাড়িতে বাড়িতে টিভির সামনে ক্রিকেটপ্রেমী মানুষ। প্রথমে ভারত ব্যাট করার সময় এক একটা উইকেট পড়ছে, আর উল্লসিত হয়ে নাচছিলেন মানুষজন। শিক্ষাঙ্গন থেকে ক্লাব পাড়া সর্বত্রই একই দৃশ্য। সব ভুলে গোটা বাংলাদেশই যেন পড়েছিল আবকর আর ইমনদের নিয়ে। দিনের শেষে প্রার্থনা সফল। বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ। হোক না ছোটদের। তাতে কী! খেলাটার নাম তো ক্রিকেট। একটি অধরা ট্রফির জন্য রবিবার সকাল থেকেই দু’হাত তুলে প্রার্থনায় বসেছিলেন অনেকেই। দ্রুত দিনের কাজ শেষে দুপুর দুটো বাজতেই টিভি সেটের সামনে সবাই বসে পড়েন। টস জিতে ফিল্ডিং কেন নিল আকবর? ঠিক করেছেন না ভুল করলেন তা নিয়ে শুরু হয় জল্পনা। প্রথম ইনিংস শেষ হওয়ার আগেই শরিফুল, সাকিব আর অভিষেক প্রমাণ করে দেয়, অধিনায়কের সিদ্ধান্ত ঠিকই ছিল। শরিফুল আর সাকিব দুটি করে উইকেট পেলেও অভিষেক পেয়েছেন তিন উইকেট। ভারতের মতো দলকে ১৭৭ রানে আটকে দেয়া কম কথা নয়। বিপুল আত্মবিশ্বাস নিয়ে বলা যায় বেশ দাপুটে খেলেই লক্ষ্য অর্জনে সক্ষম হলো বাংলাদেশ যুবারা। টিভি সেটের সামনে বসে থাকা দর্শকরাও অধিনায়কের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। বড়রা যে ভুলগুলো করছে, সেই একই ভুল যে আকবর করেনি সেটা প্রমাণ হয়েছে। প্রথম ইনিংস শেষে যতটুকু বিরতি তাতে হাতের কাজ দ্রুত শেষ করে আবারও টিভি সেটের সামনে বসে পড়েন সবাই। পথ চলতি মানুষ থেমে যান টিভির দোকানের সামনে। অনেক মুদি দোকানের সামনেও ছিল টিভি। ঢাকার অনেক চায়ের দোকানেও দেখা গেল ভেতরে থাকা টিভি বাইরের দিকে নিয়ে এসেছে। বাংলাদেশের ইনিংস শুরুর পর সেই আশা আরও বড় হতে শুরু করে। তখন স্বপ্ন আর বাস্তবতা- খুব বেশি দূরে না বাংলাদেশের সমর্থকদের কাছে। যারা প্রথম ইনিংস দেখেননি তারাও চলে আসেন টিভির সামনে। পত্রিকা অফিসগুলোরও কাজকর্ম কিছুটা থমকে যায়। সবার নজর টিভির দিকে। বিনা উইকেটে ৫০। তাহলে ১৭৮ রান তো কোন বিষয়ই না।
×