ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিএসসিসি ওয়ার্ড ৩১

ফল পুনঃগণনায় শেখ আলমগীরকে বিজয়ী ঘোষণা

প্রকাশিত: ১১:১২, ১১ ফেব্রুয়ারি ২০২০

ফল পুনঃগণনায় শেখ আলমগীরকে বিজয়ী ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের ভোট পুনঃগণনায় শেখ মোঃ আলমগীরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি এই ওয়ার্ডের ‘ঝুড়ি’ প্রতীক নিয়ে প্রার্থী হয়েছিলেন। সোমবার ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন তাকে বিজয়ী ঘোষণা করেন। এর আগে গত ১ ফেব্রুয়ারি নির্বাচনে ফল গণনার ভুলে প্রিসাইডিং কর্মকর্তা এই ওয়ার্ডে ‘টিফিন ক্যারিয়ার’ প্রতীকের প্রার্থী জুবায়েদ আদেলকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। ফল ঘোষণার পর আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আলমগীর তা চ্যালেঞ্জ করেন। তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে ফল পরিবর্তনের অভিযোগ করেন। এ কারণে ২ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারি করে ৩১ নম্বর ওয়ার্ডের ফল স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা। ফল স্থগিতের আটদিনের মাথায় সোমবার জুবায়েদ আদেলের পরিবর্তে শেখ মোহাম্মদ আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। সোমবার নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে স্থগিত এই ওয়ার্ডের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোঃ আবদুল বাতেন। তিনি বলেন, গত ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণের পর ফল প্রকাশের সময় প্রিসাইডিং কর্মকর্তার ‘ভুলে’ টিফিন ক্যারিয়ার প্রতীকের প্রার্থী জুবায়েদ আদেলকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। রিটার্নিং কর্মকর্তা জানান, ঝুড়ি প্রতীকের প্রার্থী অভিযোগ দেয়ার পর যাচাই করে দেখা গেছে, প্রার্থী ও প্রিসাইডিং অফিসারের ফল ভিন্ন। পরে বাধ্য হয়ে ফল স্থগিত করেছি, বিধি ও আইন দেখেছি। প্রিসাইডিং অফিসার বলেছেন, তিনি লিখতে ভুল করেছেন, লিখিতও দিয়েছেন সেটি। ইভিএমের রেজাল্টই সত্য, আর প্রিসাইডিং অফিসার যেহেতু বলেছেন ভুল হয়েছে, তাই আমরা ইভিএমের ফলই গ্রহণ করেছি।’ এদিকে নতুন করে ফল ঘোষণায় আপত্তি জানিয়েছেন জুবায়েদ আদেল। তিনি সাংবাদিকদের বলেন, এই ফল মানি না। আমাকে আগে বিজয়ী ঘোষণা করা হয়। এ সংক্রান্ত কাগজও দেয়া হয়েছে। এখন আবার নতুনভাবে যে ফল ঘোষণা করা হলো, সেটা আমি মানি না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার ঘোষণা দেন আদেল। জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ইভিএম নতুন পদ্ধতি, যার কারণে কিছু কনফিউশন থাকতে পারে। তবে এটি আগের সব পদ্ধতির চেয়ে নির্ভরযোগ্য। একটি কেন্দ্রে যে কয়টি বুথ থাকবে, তার সব ইনডিভিজুয়াল ফল অডিট কার্ডে সংরক্ষিত থাকে।
×